ঋণী

শুভ মালাকার ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৩:২৩:৩৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

valantains day-Blog

ঋণী
-শুভ মালাকার

এনেছি কত কি যে,
দিলাম না কিছুই।
যখনি যাই সম্মুখে,
শুধু আনিতেই যে চাই।

দিব দিব করি;
দিতে নাহি পারি।
চাই কিছু দিতে,
তাদের ঋণ শোধিতে।

স্রষ্টার চেয়ে বেশি ঋণী;
সেই পিতা-মাতার কাছে।
করে নেয় চোখের মনি,
তাদের ছাড়া জগতে কেই বা আছে।

ঋণ শোধিতে পারিবনা;
চাই শুধু ফুটাতে মুখের হাসি।
দুঃখ তাদের ছোয়াব না,
বেশি ভাল তাদের কেই তো বাসি।

(২৫-মে,২০১১ইং)

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ