কিছুদিন সোনেলা হতে দূরে গিয়ে সোনেলার ভাইয়া আপুদের জন্য অকশনে কিছু গাড়ি কিনলাম। গাড়ি গুলোর মূল্যও খুব কম।কম মূল্যের গাড়ি বলে আমাকে কেউ বদ্দোয়া দিয়েন না।গরীব মানুষ আমি,তাই অকশনে পুড়ান গাড়ি কিনেছি। প্রতিটি গাড়ির জন্য আলাদা আলাদা একটি গান দেয়া আছে।গাড়ি ড্রাইভ করুন আর গান শুনুন।
ছাইরাছ হেলাল ভাই এর জন্য এই গাড়ি।ভাইয়ার ড্রেস কালো,তাই গাড়ি লাল, কনট্রাস্ট কালার 🙂
গাড়িটির অকশন মূল্য এক কোটি তেষট্টি লক্ষ নব্বুই হাজার ডলার মাত্র।
মডেলঃ 1957 Ferrari 250 Testa Rossa
শুন্য শুন্যালয় আপুর লাল ওড়নার বিপরীতে কালো গাড়ি 🙂
আপুর জন্য কেনা এই গাড়িটির মূল্য মাত্র এক কোটি চব্বিশ লক্ষ দুই হাজার পাঁচশত ডলার মাত্র।
মডেলঃ 1957 Ferrari 250 Testa Rossa
অরণ্য ভাইয়ার জন্য লাল দরজার সামনের অপেক্ষমাণ এই গাড়িটি 🙂
এই গাড়িটির মূল্য মাত্র এক কোটি উননব্বুই লক্ষ চার হাজার নয়শত ডলার মাত্র।
মডেলঃ 1961 Ferrari 250 GT SWB California Spyder
নীলাঞ্জনা আপুর জন্য এই নীলা গাড়ি 🙂
এই নীল গাড়িটির মূল্য মাত্র আটানব্বুই লক্ষ ডলার মাত্র
মডেলঃ 1931 Bugatti Royale Type 41 Kellner Coupe
মনির হোসেন ভাইয়ার জন্য এই গাড়ি 🙂
এই গাড়িটির মূল্য মাত্র এক কোটি তিনলক্ষ চল্লিশ হাজার ডলার মাত্র
মডেলঃ 1931 Duesenberg Model J Murphy-Bodied Coupe
খেয়ালী মেয়ে আপুর জন্য লাল টুকটুকে এই সুন্দর গাড়িটা 🙂
গাড়িটির মূল্য মাত্র বিরানব্বুই লক্ষ একাশি হাজার দুইশত পঞ্চাশ ডলার।
মডেলঃ 1962 Ferrari 330 TRI/LM Testa Rossa
কৃন্তনিকা আপুর জন্য এই গাড়ি,গাড়িতে বসে বসে এবার আপু নতুন পোষ্ট লিখবেন 🙂
এই গাড়িটির মূল্য মাত্র বিরাশি লক্ষ বাহান্ন হাজার ডলার
মডেলঃ 1937 Mercedes-Benz 540K Special Roadster
অরুনি মায়া আপুর জন্য এই গাড়ি না এনে পারলাম না
Thumbnails managed by ThumbPress
৫৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দেখুন গাড়ী আর রং পছন্দ হয়েছে, তবে দাম না।
গান তো আর ও মারাত্মক।
যাক, অবসরে গিয়ে ভালই করেছেন।
ব্লগার সজীব
গাড়ি পছন্দ হয়েছে জেনে খুশী হলাম ভাইয়া 🙂
অরুনি মায়া
তুমি এত টাকা কোথায় পেয়েছ আগে সেটা বল।
তারপর ভাগ্য ভাল আমাকেও গাড়ি দিয়েছ নইলে আজ তোমাকেতোমাকে রিক্সায় চড়িয়ে ছাড়তাম
ব্লগার সজীব
আপু হাড্ডি ভাংগা পরিশ্রমের টাকা, টাকায় সমস্যা নেই।আপনাকে না দিয়ে কি পারি আপু?মায়ায় জড়িয়ে ফেলেছেন যে।
অরুনি মায়া
বিকেলে প্রস্তুত থেক গাড়ি করে ঘুরতে যাব,,,,
অরুনি মায়া
একটা গান ও যে ছিল কাল বুঝিনি। আজ শুনলাম।
এই যে আমি কি পিরিতি শিখাইছি নাকি??????
ব্লগার সজীব
মায়া যে লাগিয়েছেন এবিষয়ে কোন সন্দেহ নাই।সবাইকে আপনি মায়ার বাঁধনে বেঁধে নিচ্ছেন।
অরুনি মায়া
কিন্তু পিরিতি শিখাইনি কিন্তু হুম,,,,, ^:^
ব্লগার সজীব
আমি ওইটা শিখবার চাই আপু,আমার কেউ নেই,সবাই আমার কাছ থেকো দূরে থাকে 🙁
অরুনি মায়া
আর একটু ধৈর্য্য ধর আর একটু বড় হও সব শিখে যাবা। থাক কেন্দনা,,,, ;(
ব্লগার সজীব
ধৈর্য্য ধরতে ধরতে বুড়ো হয়ে গেলাম আপু 🙁
আবু খায়ের আনিছ
ভাই একটাও ত বাংলাদেশে নাই বলেই মনে হয়, টয়োটা,মিটসুবিসি,নিসান দেখা যায় বেশি, আর ওডি. মার্চেটিজ আর বিএমডব্লিউ মাঝে সাজে দেখা যায় কিন্তু ল্যাম্বুরগিনি,ফেরারি ত আজ পযন্ত দেখিনি আর আশাও করি না কয়েক বছরের মধ্যে দেখার। যদি আপনারা দেখার সৌভাগ্যটা করে দিতেন, তাহলে জ্যামে বসে টয়োটা দেখার বোরিং চোখটা নতুনত্ব পাইত ত।
ব্লগার সজীব
এসব সব এন্টিক কার। এসবের তো নূতন কোন উৎপাদন নেই।কেন এসব কারের অকশনএ এত দাম ওঠে জানিনা ভাই।ঢাকায় কিছু এমন কার আছে,কার সংগ্রাহক আছেন কয়েকজন।দেখে নিতে পারেন।
আবু খায়ের আনিছ
জানিনা, এই বিষয়ে অভিজ্ঞতা নাই বললেই চলে, তবে একটা হিসাব বলে দিতে পারি, ঢাকায় বর্তমানে প্রাইভেট কারের সংখ্যা আড়াই লাখ এর উপরে।
ব্লগার সজীব
এ গাড়ি গুলো চলার জন্য নয়।এন্টিক এগুলো।বছরে হয়ত দু একবার কিছু টা পথ চলে।
আবু খায়ের আনিছ
😀 😀
অনিকেত নন্দিনী
সবচেয়ে কমদামি গাড়িটা আমাকে দিলে কী হবে, গাড়ির রঙ আর এক্সটেরিয়র দুইই দারুণ সুন্দর। আমার পছন্দ হয়েছে। এখানকার সব গাড়ির তুলনায় এইটা লেটেস্টও, ১৯৬৫। :v
বুঝিনি বললেও গানটা পছন্দ হয়েছে। মোট কথা, গাড়ি আর গান দুইই পছন্দ হয়েছে। গান তো শুনলাম, এবার আয়োজন করে গাড়ির চাবিটা হাতে তুলে দিলেই ষোলোকলা পূর্ণ হয়। তা চাবিটা কবে পাচ্ছি? 😀
ব্লগার সজীব
গাড়ির রঙ আর এক্সটেরিয়র আপনার পছন্দ হবে বলেই দিয়েছি।আপনার পছন্দ আমি জানিতো আপু :p গানটা আমার ভালোই লেগেছে,তাই দিয়েছি।আপনি তো দেখছি আসল কথা ভুলেন না,শেষ প্রশ্ন কি না করলেই চলতো না? 🙂
অনিকেত নন্দিনী
আরে! শেষ প্রশ্ন না করলে চলবে কেমন করে? চাবিই তো আসল। চাবি ছাড়া এই গাড়ি দিয়ে কী করবো? চালাবো কেমন করে? চালানো তো দূরের কথা স্টার্টই তো হবেনা। ;(
নীলাঞ্জনা নীলা
নীল রঙ! সিটও দুটো আছে। ওয়াও স্বপ্ন ছিলো লং ড্রাইভে যাওয়া মনে হয় পূরণ হবে। ভাইয়া খুবই পছন্দ হয়েছে।
গানটাও। আগে কি লজ্জ্বা পেতাম গানটা শুনতে! এখন বেশ লাগে।
যাক গাড়ী নিয়ে কবে আসছেন বাসায়? রান্না করে খাওয়াবো। পছন্দের তালিকা বলে দিন। -{@
ব্লগার সজীব
গাড়ি,গান সব পছন্দ না হয়েই যায়না,আপনার পছন্দ তাহলে বুঝে গিয়েছি নীলাদি 🙂 আপনি যা খেতে পছন্দ করেন,আমারও তা পছন্দ হবে -{@
নীলাঞ্জনা নীলা
সে তো হবেনা। আমার খাওয়া নিয়ে অনেক ঝামেলা। আগেই বলে রাখুন। তারপর এসে দুই ভাই-বোন মিলে বেশ করে খাবো আর সোনেলায় ছবি দেবো। :p 😀
ব্লগার সজীব
সাদা ভাত আর ইলিশ মাছ 🙂 সবচেয়ে প্রিয়।
নীলাঞ্জনা নীলা
ইস আমি এই দুই/তিন দিন আগে রেঁধেছি। খারাপ লাগছে। ভাইয়া এখানে আসুন কতো ইলিশ খেতে চান খাওয়াবো। -{@
ব্লগার সজীব
ইচ্ছে আছে ক্যানাডা যাবার,দোয়া করবেন নীলাদি।যেতে পারলে মাসে অন্তত একবার আসবো আপনার বাড়ি ইলিশ খেতে 🙂
নীলাঞ্জনা নীলা
অবশ্যই। হ্যামিল্টনে আসুন। খুব খুশী হবো। 🙂 -{@
মেহেরী তাজ
শিষ্য ভালোই ঘুস দিতে শিখে গেছো।
গাড়ি আমার খুবই পছন্দ হয়েছে।কিন্তু আমার ডান পাশে লীলা আপু বসবে তো তুমি কই বসবে?? তোমায় পা ঝুলয়ে পেছেনে বসতে হবে। আমি ৮০ কি.মি/ ঘন্টা চালাবো সমস্যা নাই।
চার সিটের গাড়ি কিনতে তোমার,লীলা আপুর সাথে সাথে আর একজন কে গাড়িতে নিয়ে নিতেম। 🙂
ব্লগার সজীব
ওস্তাদ আমি তো গাড়ির পিছনে পা ঝুলায়ে বসুম,আমি আপনার গাড়ির হেলপার তো 🙂 চার সিটের দরকার নেই, কে না কে উঠে আপনার পাশে বসে,দেখা গেলো তার গায়ে ঘামের গন্ধ,তখন?
মেহেরী তাজ
তুমি হেলপার হলে আমি কি লীলা ড্রাইভার???? ;?
আরে বাবা না না। উনি তো উনি আমি উনাকে জানি……
উনি বলেছেন আমায় গান শুনাবেন….
তুমিও উনাকে চেনো…. 🙂
ব্লগার সজীব
শিষ্য হতে সব বিষয়ে ওস্তাদ কয়েকধাপ এগিয়ে থাকেন।যেমন আপনি এসপি হলে আমি হবো ওসি 🙂 আপনি যখন বলছেন,তখন আর একজন নেয়া যায় ওস্তাদ 🙂
মেহেরী তাজ
এই না হলে আমার শিষ্য??? 🙂 😀
ব্লগার সজীব
দোয়া করবেন ওস্তাদ 🙂
মেহেরী তাজ
টেনশিত হইয়া না শিষ্য সব ঠিক হয়ে যাবে।
তোমার ওস্তাদের দোয়া সব সময় তোমার সাথেই আছে মনে রেখো।
শুন্য শুন্যালয়
কোটিপতিরাও আজকাল নিজেরে গরীব বলে, এই দুনিয়ায় দেখতেছি আমিই সবচেয়ে ধনী। আপনি কি ব্যাংক ডাকাত নাকি ভাউ? গাড়িখানা মাশাল্লাহ, তবে গানখানা আরো সেইরকম, “শুন্য এই বুকে পাখি মোর ফিরে আয়” গাড়ি চালামু নাকি ঘুমামু কইয়া দেন। 🙂
নিজের জন্য গাড়ি কেনেন নাই? নাকি আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে?
আপনার সাথে কথা বলা ঠিক না, আপনি পঁচা। আসেন নাই সেইদিন, মাইন্ড খাইছি। তবে গাড়িটা দেখে একটু কথা বলতেও মন চাইতেছে। কি যে করি ;?
ব্লগার সজীব
ব্যংক ডাকাতি করিনি আপু,এসব সবই স্বপ্ন।কিছুদিন ব্রেক নিলেও স্বপ্নে চলে আসেন সবাই।যাক গাড়ি আর গান পছন্দ হয়েছে তাহলে। ইচ্ছে ছিলো আসি।প্রান ছিলো না যে।এখন আরো সতেজ,সজীব,তরতাজা হয়ে এসেছি আপু।
আমার গরুর গাড়িই সই,আদি অকৃত্রিম,তেল লাগে না। কথা কিভাবে বলে,তাইতো জানিনা আপু 🙂 -{@
শুন্য শুন্যালয়
তেল লাগেনা বুঝলাম, গরু কিভাবে পালতে হয় জানেন তো?
ব্লগার সজীব কখনো প্রানহীন হবে এটা ভাবতে পারা মুশকিল। সবসময় আমাদের হাসি আনন্দের মাঝে রাখেন আপনি, মন খারাপ হলে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করা উচিৎ, পালানো উচিৎ না। এমনি সতেজ, সজীব আর তরতাজা হয়ে থাকুন সবসময়। ঈদের শুভেচ্ছা আগাম ভাইয়া।
ব্লগার সজীব
পালিয়ে আর যাবো কোথায়?মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই।মসজিদ অতিক্রম করার সাধ্য এবং শক্তি নেই আমার।চেষ্টা থাকে সব সময় সতেজ সজীব থাকার।
ঈদ মুবারক -{@ ঈদ কেমন কাটালেন জানাবেন।
জিসান শা ইকরাম
আমার জন্য কিছুই নাই?
গাড়ি না হোক গাড়ির ৪ টা টায়ার না হলে দিতেন
আগামী সপ্তাহে আমার তাহলে কেনা লাগতো না।
অনেক খেটেছেন পোষ্টে।
ব্লগার সজীব
আপনাদের জন্য জাহাজ বা বিমানের কথা ভাবছি 🙂
অরণ্য
আমি খুবই ডিলাইটেড একটি প্রোফাইল পিকচার ফের দেখতে পেয়ে – সবুজে দাঁড়িয়ে থাকা সেই সবুজ বৃক্ষটি। 🙂 আমরা কিছু মানুষ যে আপনার “এই সোনেলায়” পোস্টটি দেখে চিন্তায় পড়ে যাইনি, তা কিন্তু নয়। কারণ কিছুই নয় সে বলতে পারেন কিছু ভালোলাগা বা ভালোবাসার গাঢ় অনুভুব। আমার মাঝে মাঝে মনে হয় ভালোলাগা বা ভালোবাসারও হয়তো অভ্যস্ততা আছে কোথাও কোথাও। 🙂
গাড়ি এবং গান দুটোই খুব পছন্দ হয়েছে। খেয়াল করলাম সবচেয়ে দামি গাড়িটি আপনি আমার বাড়ির সামনে রেখে দিয়েছেন। আমি বেশি উল্লাস করলেও কেউ মাইন্ড করবে না আমি জানি। এক বন্ধুর সাথে কথা হয়েছে বের হবো আজ আপনার “1961 Ferrari 250 GT SWB California Spyder” নিয়ে। আজ আমার উল্লাস করার দিন। উল্লাস! \|/
অরণ্য
আমি খুবই ডিলাইটেড একটি প্রোফাইল পিকচার ফের দেখতে পেয়ে – সবুজে দাঁড়িয়ে থাকা সেই সবুজ বৃক্ষটি। 🙂 আমরা কিছু মানুষ যে আপনার “এই সোনেলায়” পোস্টটি দেখে চিন্তায় পড়ে যাইনি, তা কিন্তু নয়। কারণ কিছুই নয় সে বলতে পারেন কিছু ভালোলাগা বা ভালোবাসার গাঢ় অনুভুব। আমার মাঝে মাঝে মনে হয় ভালোলাগা বা ভালোবাসারও হয়তো অভ্যস্ততা আছে কোথাও কোথাও। 🙂
গাড়ি এবং গান দুটোই খুব পছন্দ হয়েছে। খেয়াল করলাম সবচেয়ে দামি গাড়িটি আপনি আমার বাড়ির সামনে রেখে দিয়েছেন। আমি বেশি উল্লাস করলেও কেউ মাইন্ড করবে না আমি জানি। এক বন্ধুর সাথে কথা হয়েছে বের হবো আজ আপনার “1961 Ferrari 250 GT SWB California Spyder” নিয়ে। আজ আমার উল্লাস করার দিন। উল্লাস! \|/ (y)
ব্লগার সজীব
চিন্তা ভালো বিষয় নয়,তবে কেউ আমার জন্য চিন্তা বা দুশ্চিন্তা করছে এটি ভাবতে ভালো লাগে খুব।ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অবশ্যই শুভ কামনা আপনাকে -{@
”ভালোলাগা বা ভালোবাসারও হয়তো অভ্যস্ততা আছে কোথাও কোথাও”— ভালো বলেছেন।আপনার এই কথাটি নিয়ে নিলাম,কোথাও হয়ত ব্যবহার করবো। হ্যাঁ অভ্যস্ততা আছে বৈকি,এই যেমন পোষ্ট দিয়ে অপেক্ষায় থাকি অরণ্যর মন্তব্যের জন্য,পড়লেন কিনা আমার হাবিজাবি লেখা।অপেক্ষা ভালোবাসারই একটি প্রকাশ।
দামী গাড়িটি কিভাবে যেন আপনারই হয়ে গেলো, করুন উল্লাস \|/
অরণ্য
😀 উল্লাস। \|/
ব্লগার সজীব
🙂
সীমান্ত উন্মাদ
আমার কিন্তু ওডি রেগুলার, স্পোর্টস কারের মাঝেঃ ম্যাকলারেন অথবা ফেরারী এফ সিরিজের না হইলে চলবে না কইলাম।
এমনিতেই আমার গিফট সিরিয়াল পরে। :p
ব্লগার সজীব
আচ্ছা আচ্ছা,পাবেন যা চেয়েছেন। অপেক্ষা করুন 🙂
লীলাবতী
আমার জন্য আলাদা করে গাড়ি দাওনি তুমি? যাকগে মাইন্ড করিনি। তাজের গাড়িতে চড়লেই আমি খুশি, আমিতো গাড়ি চালাতে পারিনা, গাড়ি দিয়ে কি করবো? গানতো দারুন, তবে হেলপার ভাই মাঝে মাঝে গাড়িতে জোরে থাব্রা দিও, নইলে ঘুমায় যেতে পারি। গাড়িতে উঠলেই আমার ঘুম পায় 🙁 কোথায় পাও তুমি এত্তো সব আইডিয়া? মজাই মজা।
ব্লগার সজীব
আপু এখানে কিন্তু দুটো গাড়ি।খেয়াল করে দেখুন।হেলপার হয়েছি, ধাক্কা লাগলে দিবো,সমস্যা নাই 🙂
ইমন
গিফটের চেয়ে ভালোবাসা বেশি ভালো লাগে। এই উপহার দেয়া গাড়ি হয়তো সাময়িক, কিন্তু অফলাইনের ব্যাক্তিগত চেনাজানা বন্ধুদের। ভীরে অনলাইনের এই বন্ধুদের রূপক উপহার আর নাম ধরে ধরে মনে রেখে কজনই বা ভালোবাসা বিলায় 🙂
আপনার বন্ধুত্ব অনুসরণীয়। 🙂
ব্লগার সজীব
আপনার মন্তব্য ভালো লাগলো ইমন ভাই।ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার জন্য এত দামী গাড়ী আর আমি কিনা মন্তব্য ককরলাম এত পরে!ভাইয়া গাড়ীটি অক্ষত আছে নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছেন -{@ যত কষ্টই থাকুক আপনার লেখা পড়লে কষ্টগগুললো দূর হয়ে যায় -{@
ব্লগার সজীব
আপনার গাড়ি থাকবেনা এটি হতেই পারেনা।সোনেলার নিয়মিত ব্লগার আপনি।এ সন্মান আপনার প্রাপ্য।ধন্যবাদ আপনাকে -{@
লীলাবতী
যাদের নামে গাড়ি বরাদ্ধ করে রেখেছো, সবাই নিতেও আসলেন না।আর আমাকে একটি গাড়ি দেলে না তুমি 🙁
ব্লগার সজীব
কৃন্তনিকা আপু বাদে সবাইই তো এসেছেন।আপুও আসবেন।আপনার জন্য বিমান তৈরী করছি আমি 🙂 -{@
নীতেশ বড়ুয়া
আর যাই করেন আমার PORSHE গাড়িটা আবার কাউকে কিনতে ফেলবেন না সজীব ভাইয়া, তা নাহলে কিন্তু আমি আপনাকে সব গাড়ির হর্ণ শুনিয়ে মাথা খারাপ করে দেবো :D)
ব্লগার সজীব
উক্কে উক্কে 🙂
নীতেশ বড়ুয়া
😀 (3 -{@