আমি শিশির কনা ।
স্বচ্ছ
কোমল
মায়াময় ।

কেউ কি মিস করেছেন আমাকে ? জানি করেননি । করলে পোস্ট দেখতাম ' শিশির কনা তুমি কুতায় ? মিস ইউ ' ;(
পোস্ট নেই , শিশির কনাকে ভুলে যাওয়াও শেষ 🙁
কিন্তু আমি আমাকে ভুলতে দেবনা । জোড় করে মনে রাখাবোই রাখাবো । কারন আমি শিশির কনা। আমি যে থাকি শীতের প্রতিটি ভোরে প্রতিটি দূর্বা ঘাসে , পাতায় । মুক্তোর মত সবার প্রিয় হয়ে। আর আছি প্রিয় সোনেলায়  🙂

অনেক দিন পরে সোনেলায় এসে বুকটি ভরে উঠলো । কত ব্লগার , কত লেখা । খুব খুব খুব ভালো লাগছে । কি সোনেলা কি হয়েছে এখন । প্রথম দিকের জড়তা কাটিয়ে উঠেছে আমাদের প্রিয় সোনেলা , স্বপ্নের সোনেলা ।

আস্থা ছিল সোনেলার উপর , একদিন সোনালী রোদ হাসবেই ।
লাভ ইউ সোনেলা (3

সোনেলার অগ্রযাত্রার সৈনিক নতুন ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা -{@
পুয়ানো যারা আছেন সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা -{@
আর সোনেলার ব্লগ টীম কে অভিনন্দন -{@

১০ নম্বর মহা বিপদ সংকেত : আমাকে সবাই নাম ধরে ডাকবেন । শিশির কনা । নইলে কুরুক্ষেত্র বেঁধে যাবে (-3

ব্যস্ততার জন্য অনেক অনেক দিন সোনেলায় আসতে পারিনি ।
আবার এসেছি ফিরে
সবাই দাড়ান আমাকে ঘিরে :D)

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ