আমাদের ছোট্ট একটি রাষ্ট্র নিদ্বিধায় স্বীকার করি তাঁর সঙ্গে সম্পদ ও অনেক অনেক কম। কিন্তু  আরচ্যজনক হলেও সত্যি যে আইনের মারপ্যেচে অনেক অনেক সম্পদ নষ্ট হচ্ছে যা আমার নিকট কামনীয় নয়। আর এর জন্য অতি দ্রত আইন করে এইসমস্ত সম্পদ রক্ষা করা জরুরী।

আমাদের দেশে যে সমস্ত বাস, অটোরিকশা, রিক্সা, ট্রাক, ঠেলাগাড়ি, প্রাইভেট কার সহ অনেক ব্যক্তির সম্পত্তিই সামগ্রিকভাবে দেশের জাতীয় সম্পদ।   একটি দেশের ব্যাক্তির সম্পদই দেশের সম্পদ।

আমি মনে করি ব্যাক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকেই মহল্লা, ইউনিয়ন ,থানা জেলা ও তদুপরি রাষ্ট্র।

এখানেই রাষ্ট্রের সম্পদ মানে সকল ব্যাক্তির সম্পদ। তাই পুলিশ যে সমস্ত গাড়ী রিকুইজিশন করে এবং কেইস শেষ না হওয়া পর্যন্ত এই সম্পদ গুলি পচে, মরিচিকা পরে নষ্ট হয় যা আমি মোটেও সমরথন করতে পারিনা। এই সম্পদ রক্ষা করার আশু প্রয়োজন বলে মনে করি।

অনেক দিনের পড়ে থাকা সব গাড়ী।

রাজধানীর আগারগাওয়ে কয়কটি স্পটে দেখা যায় শ শ গাড়ী, রিক্সা, অটোরিকশা বাস ট্রাক ও অনান্য

ব্যাক্তি ও কোম্পানির সম্পদ নষ্ট হচ্ছে। 

 

সরকারের উচিত এই ক্ষেত্রে আলাদা ভাবে আইন বা একটি আদালত করা হউক জাতে এই কেইস গুলি দ্রত সমাধান করে সম্পদ গুলি রক্ষা করা যায়।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ