আমার ভাবনায় আমি

সৈয়দ আলী উল আমিন ২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ১০:৪৩:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

আমার ভাবনায় আমি _____ 

 

আমি জীবন চলার পথে কখন জীবনকে নিয়ে ভাবি নাই । কারন আমি বিশ্বাস করতাম জীবন তার জীবনের মতনই চলবে।  এখানে আনন্দ, বেদনা, বাঁধা থাকবেই এবং চলার পথে নতুন নতুন যাত্রী  আসবে, কেউ কেউ  বিশ্রাম নেবে, অথবা কেউ কেউ নোঙ্গর ফেলবে, আবার কেউ কেউ, কখন কখন চিরকালের চলার সঙ্গী হবে/ হয়তো আবার হয়তো নয় । আবার আমি এয়ো বুঝতে পারি কিছু কিছু যাত্রী আসে তাদেরই ইচ্ছার বিশ্বাসে নির্ভর কোরে । তাদেরই জন্য আমার জীবন ক্ষণিকের প্রয়োজন মেটানোর জন্য ।  এসব নানাবিধ নিয়ম জীবন চলার পথে অত্যন্ত স্বাভাবিক । আসলে সবকিছুই নির্ভর করে  যার যার নিজস্ব বিশ্বাসের উপর ।  যেমন আমি যদি বিশ্বাস করি আমি যে পৃথিবীতে আছি এবং জীবন যাপন করছি , এখানে আমার পরিচয়টি একান্তয়ই নিজস্ব  বিশ্বাসের অঙ্গীকারের মধ্যে ধরা পড়বেই , অন্য কারো বিশ্বাসের উপর কিন্তু নয় । আমি এসেছি এখানে অল্প সময়ের অবস্থানে পৃথিবীকে সমৃদ্ধ করতে এবং যারা এসেছে আমার জীবনে তারাও তাঁদের পৃথিবীকে সমৃদ্ধ করতেই এসেছে । আমরা সকলেই জানি আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে এবং এটাও জানি যে আমাদের মৃত্যুর পর পৃথিবী থাকবে, সৌভাগ্য থাকবে এবং সমৃদ্ধিও থাকবে কিন্তু ব্যবধান শুধু যার যার বিশ্বাসের অস্তিত্বের মাপকাঠির চিহ্ন কোথাও না কোথাও প্রত্যেকের কর্ম ফলের উচ্চারণের প্রতিধ্বনি অথবা  প্রতিচ্ছবি কোন না কোনভাবেই ভেসে উঠবেই তাঁদের নিজস্ব বলয়ে ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ