অবহেলায় রেখো

শাকের নাজির ২৯ জুলাই ২০২২, শুক্রবার, ০৬:১৫:৫৬অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমিতো ঝুম বৃষ্টি চাইনি

যদি একটু মেঘলা আকাশ দিতে।

চাইনিতো অধিকার হাত ধরে অনন্ত পথ চলার

যদি একটু পাশাপাশি হাঁটতে দিতে।

 

তোমার পুরোটা আকাশ হবার সাধ্য আমার কই?

যদি কিছুটা সময় ঘুড়ি হয়ে উড়তে দিতে।

গৃহত্যাগী জোছনায় পোড়াতে পারতামনা জানি

যদি জোনাকির আলোয় পুলকিত করেতে দিতে।

 

তোমার কাব্যগ্রন্থ জুড়ে থাকার সৌভাগ্য নেই

তোমার মন খারাপের গল্পে যবনিকায় স্থান দিতে।

হাসিমাখা মুখে আমি বেমানান জানি

তোমার গোমড়া মুখের টোল হয়ে থাকতে দিতে।

 

ঘুমঘুম সকালটায় তোমার প্রথম শুভ সকাল মেসেজে আমি নাই থাকলাম,থাকতে দিতে

আমার ভাবনার প্রতিটি সকাল হয়ে

যে সকাল তোমায় ভেবে রাত পাড়ি দেয়া।

 

ভালোবাসি শব্দে আমি নাই পেলাম কোন বর্ণমালা

আমায় অবহেলার একটা বর্ণ করে রাখতে।

তোমার প্রেমাবেগে আমার মুখচ্ছবি নাই থাকলো

মুখ ফিরিয়ে নেয়ার আগে একবার ফিরে দেখতে।

_____অবহেলায় রেখো

〽️____শাকের নাজির

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ