রেখে যাওয়া সব

শাকের নাজির ২ জুলাই ২০২২, শনিবার, ০৯:৩৭:৫৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

সবই তো নিলে বুকের বাঁ দিকের ব্যথাটা যে নিলেনা? আজও ভরা জ্যোৎস্নায় দাপিয়ে বেড়ায় সেই একই ব্যথা, প্রাচীন ব্যথাটা শুনশান নিরব লণ্ঠনের সভ্যতা হতে আধুনিক সৌর জলসায় বয়ে বেড়াচ্ছি।

ঘুমন্ত শহরের সুয়ো পোকার সোর শুনতে নির্ঘুম একা আমার রাতের বুকে হেঁটে চলার সঙ্গী তো পাইনি?

সবই তো নিলে নির্ঘুম রাতটা কেন একান্তই আমার করে দিলে, জেনেশুনে এই ভুলটা নাই করতে!

 

স্মৃতির হাত ছেড়ে যতবার উঠে দাঁড়াতে চেয়েছি লুটিয়ে পড়েছি চোরাবালির অতলে। সবই তো নিলে সাথী করে, স্মৃতির ক্যানভাসটা কেন ছেড়ে গেলে ইচ্ছায় অনিচ্ছায় যে ছবি-ই আঁকি তোমার প্রতিবিম্ব হয়ে উঠে।

 

কত প্রহর প্রতিক্ষায় কাটিয়েছি, কত কিছুই নিয়ে যাচ্ছে দূরপাল্লার ট্রেনে সকাল থেকে মাঝ রাত। কই কোন ট্রেনতো তোমার ছেড়ে যাওয়া ব্যথাটা,নির্ঘুম রাতটা আর স্মৃতি মাখা ক্যানভাসটা নিতে চায় না।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ