নিকোটিন সখা

ছাইরাছ হেলাল ২৯ মে ২০১৭, সোমবার, ০৭:০১:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

নিকোটিন সখ্যতার ভাগাভাগি আর-নয়, নিশিথের যন্ত্রণা-দগ্ধতাও নয়-আর,
চোখ-ডুবিয়ে নোংরা ঘেটেছ, অসহ্য এ-দুর্ভোগ-দুর্বিপাক, যে যার পথে
হেঁটে যাব নিঃশব্দের মত, আর ফেরা হবে-না, ফিরে-ফিরে তাকানো-ও-না,
এক-চোখ খোঁজে গলি-ঘুপচি, অন্য চোখে মিথুন-মগ্নতা!! (শাখমৃগ)!!
কলুষবাজ-কূপমণ্ডূক-অকালকুষ্মাণ্ড কাঁচুমাচু্র কূজন-কুটুম্ব!!

তাও বলি, ঠিক আছে, চেঁছে-পুঁছে টেনেটুনে নিপুন হাতে,
দিলাম মাফ করে; এক ঝাঁক লাম্পট্য! মনে রেখ,
চোখ গেলে দেব এরপরে, জালি-বেতের কথাও মনে রেখ,
বুকে-চোখে পোষা হলদে সাপের তীব্র-ফনার নিকুচি করি,
বিদ্ধকরা-চোখের বিষ-দাঁত তুলে নেব, ভাব বুঝি নিজেকে, দারুণ ধূর্ত!!
এই শেষ, এই-ই শেষ-বার, ভেব-না যেন বসন্ত-জ্বরে, কাঁদছি
এঁকেবেঁকে মূর্ছিত হয়ে, ফোলা ঠোঁট উঁচু করে উল্টিয়ে;

কুচকুচে মিটমিটে কুসুম বাদমাশ,
কবর-চোখে বিষণ্ণতার ভুয়ো-ভাব নিতে হবে না,
এসো কাছে, এবার বিড়ি খাও, খাই!!
আলগোছে আলতো করে আবার একটুখানি
খুনো-খুনির নিকোটিন-খেলা খেলি;

*********************************************************

ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান……..২

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ