কখনো,

শুন্য শুন্যালয় ১৫ মার্চ ২০১৭, বুধবার, ০৩:৫৯:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আমার কোথাও যাবার কথা,
কতোটা পথ বুকের ভেতর জল কলকল।
ধুপধাপ কে যেন সজোরে বালতি ফেলে
আচমকা থামালো;
আমিতো কোথাও যাবো বলে বের হয়েছিলাম
হাতের মুঠোয় মুঠোফোন,
রোদ পরাস্ত ছাতা
আরেক মুঠোয় ঘরের চাবি।
নিরুদ্দেশ ...
আমার ঘরের চাবি!!
কোথায় ফেলেছি?
বুকের ভেতর অই যে অই কুয়োয়?
ভাবনার ওলোটপালোট ঘাসের আড়ালে
কোথায় আছে পড়ে সে?
কোথায় যেন যাবার কথা ছিলো
কখনো কখনো যাওয়া হয়না, ফেরাও না,

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ