হাঁটছি এবং হাঁটছি

ছাইরাছ হেলাল ৮ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার, ০৭:২১:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

ঐ যে,
সেবারে হেসেছিল সে,
সাড়া দুপুর-বিকেল-সন্ধ্যা জুড়ে,
খর-কোমল-লাল-চোখে ভালোবাসার
পাতাল খুড়ে;

ওই একবার-ই,
ফ্যাল-ফ্যাল চোখে তাকিয়েছিল;

সময় দৌড়ে যাচ্ছে, আমি হাঁটছি,
তুমি অকস্মাৎ উড়াল দিলে
স্থির আমি, শিকড় গজিয়ে
দাঁড়িয়ে গেছি;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ