মৌনের ঘাসবুক সমগ্র।

রিতু জাহান ১৮ মে ২০১৭, বৃহস্পতিবার, ০৭:৫২:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

'নিজেকে করি কখনো আমি সর্ব আবেগ-মুক্ত,
কখনো বা জীবনকে ডুবাই পূর্ণ আবেগে ব্যাকুল চিত্তে,
জীবনের বিচিত্ররূপে ভেবেই পাই না,
কোনটা ঠিক কোনটা বেঠিক।
সে সব পূর্ণ আবেগে,
তোমাকে সাজাই, তোমাকে গড়ি
তোমার ঝড়ো শব্দেই তোমাকে ভাঙ্গি,
সরল বাঁকা উভয় পথে হাঁটি।
এক আজল জলের আবেগ তোমার
বিন্দু বিন্দু খসে পড়ে,
তোমার সরল পথে ধোয়াসা সে আবেগের কবর হয়।
আমার এ বাঁকা পথে শুধু পার্থিব রাতের অন্ধকার।
,,,,মৌনতা রিতু,,,,
১৮/৫/১৭.

নীলা আপু আর শুন্যের সৌজন্যে এবং অবশ্যই ইন্জা ভাইজু। যারা আমাকে মিস করেছে। আমার পৃথিবীতে কিছু মানুষের প্রভাব অনেক বেশি। আকিদা রুনা তার একজন, সে আমার আদর্শ। শুন্যকে আমি প্রচন্ড স্নেহ করি। নীলাআপুকে খুবই শ্রদ্ধা করি।

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ