গাছ কথন……..১

ছাইরাছ হেলাল ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ০৮:২৪:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

বন্ধুত্বের সংজ্ঞা হয়না, থাকে-ও না,
বন্ধুত্বের লিঙ্গ হয়না, তাই বলে তা ক্লীব-ও না
বন্ধুত্বে ষড় ঋতু হয়না, সে-ভাবে চির বসন্ত-ও না
বন্ধুত্বে বন্ধুত্ব হয়, থাকে, টেকে-ও,

বন্ধুত্বের জিন-পরী হয় না,
বন্ধুত্বে ভূত-পেত্নী খেলা হয় না
বন্ধুত্বে খুল্লাম-খুল্লা চলে না
বন্ধুত্বে বন্ধুত্ব থাকে, টেকেও।

এক ঝাঁক আলোর উজ্জ্বল জ্যোৎস্নায়
চোখে ঠার মেরে ঠায় দাঁড়িয়ে থাকে।

বন্ধুত্বে বিন্দু থেকে সিন্ধু গড়ে
বন্ধুত্বে অতল স্বপ্ন জেগে ওঠে বাতিঘর হয়ে।
দীর্ঘ-দীঘল চাঁদের আলোয়
বন্ধুত্বই শস্য-সোনা ফলায়,

গাছ বলে.........
“ এই যে আখাম্বা, না-আঁকাবাঁকা শির উঁচু করে ক্রমাগত দাঁড়িয়ে থাকা,
মাটির বুকে পা সেঁধিয়ে, বার্ধক্য-লেপনে সেই কতকাল দাঁড়িয়ে আছি
জুত মতো, না-দুর্দৈবে, মন-ছুঁয়ে-যাওয়া অনাবিল আনন্দে, কৈ-কাতরানির পিছুটানটুকু এড়িয়ে, থাকব-ও অনন্তকাল; ঝলমলে স্তব্ধতায়;”

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ