অশুদ্ধ – শুদ্ধ (১ম পর্ব)

নীহারিকা ১ মার্চ ২০১৭, বুধবার, ১১:৩০:২৭অপরাহ্ন সাহিত্য ৪০ মন্তব্য

incotect-1-2

বানান নিয়ে এতদিন বহু বক বক করলাম।অনেকেই হয়তো মনে মনে গালি দিচ্ছেন 🙁  (-3   কেউ কেউ বলছেন, বয়স হয়ে গেছে, এখন আর মনে থাকে না। কেউ কেউ বলছেন, ব্যাকরণ বড্ড কঠিন। তাই আর কি করা, সকলের সুবিধার্থে এবার আর ব্যাকরণের আশে-পাশে না গিয়ে সহজভাবে অশুদ্ধ ও শুদ্ধ বানানগুলি পাশাপাশি দেবার চেষ্টা করছি।

অশুদ্ধ - শুদ্ধ

১। অংক - অঙ্ক

২। অংকন - অঙ্কন

৩। অংকুর - অঙ্কুর

৪। অংগ - অঙ্গ

৫। অংগন - অঙ্গন

৬। অংগাংগী - অঙ্গাঙ্গি

৭। অকল্যান - অকল্যাণ

৮। অকারন - অকারণ

৯। অগ্রগন্য - অগ্রগণ্য

১০। অগ্রহায়ন - অগ্রহায়ণ

১১। অচিন্ত - অচিন্ত্য

১২। অচিন্ত্যনীয় - অচিন্তনীয়

১৩। অঞ্জলী - অঞ্জলি

১৪। অণ্বেষণ - অন্বেষণ

১৫। অতিথী - অতিথি

১৬। অতিব - অতীব

১৭। অতিষ্ট - অতিষ্ঠ

১৮। অত্যাধিক - অত্যধিক

১৯। অত্যান্ত - অত্যন্ত

২০। অদ্ভূত - অদ্ভুত

২১। অদ্যপি - অদ্যাপি

২২। অদ্যবদি - অদ্যাবধি

২৩। অধঃস্তন - অধস্তন

২৪। অধিকরন - অধিকরণ

২৫। অধীনস্ত - অধীনস্থ

২৬। অধ্যাবসায় - অধ্যবসায়

২৭। অধ্যায়ণ - অধ্যয়ন

v

২৮। অধ্যূষিত - অধ্যুষিত

২৯। অনিন্দসুন্দর - অনিন্দ্যসুন্দর

৩০। অনিষ্ঠ - অনিষ্ট

৩১। অনু - অণু

৩২। অনুকুল - অনুকূল

৩৩। অনুর্ধ্ব - অনূর্ধ্ব

৩৪। অনুসঙ্গ - অনুষঙ্গ

৩৫। অন্তঃসত্তা - অন্তসত্ত্বা

৩৬। অন্তকরণ - অন্তঃকরণ

৩৭। অন্তর্ভূক্ত - অন্তর্ভুক্ত

৩৮। অন্তর্মুখি - অন্তর্মুখী

৩৯। অন্যমনষ্ক - অন্যমনস্ক

৪০। অপসৃয়মান - অপসৃয়মাণ

৪১। অপাংক্তেয় - অপাঙ্‌ক্তেয়

৪২। অপেক্ষমান - অপেক্ষমাণ

৪৩। অভিভুত - অভিভূত

৪৪। অভিমুখি - অভিমুখী

৪৫। অভ্যন্তরিক - আভ্যন্তরিক

৪৬। অভ্যস্থ - অভ্যস্ত

৪৭। অমানুসিক - অমানুষিক

৪৮। অমাবশ্যা - অমাবস্যা

৪৯। অমিতাক্ষর - অমিত্রাক্ষর

৫০। অর্ধ্ব - অর্ধ

৫১। অর্পণা - অপর্ণা

৫২। অলংঘ - অলঙ্ঘ্য

৫৩। অশিরিরী - অশরীরী

৫৪। অসুয়া - অসূয়া

৫৫। অস্তমান - অস্তায়মান

৫৬। অহঃরহ – অহরহ

চলবে ..................

সুত্রঃ উইকিপিডিয়া

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ