সব ভুলে গিয়ে নিজের মত করে আনন্দ খুঁজে নেয়াটা বড় কঠিন। এই কাজ সবাইকে দিয়ে হয় না। তবে যারা করতে পারে তাদের যেন কিছুতেই বাধা দিয়ে রাখা যায় না। নেট ঘেঁটে এমন সব মানুষদের মজার কিছু পিক খুঁজে নিয়ে আসলাম আজকের আয়োজনে। চলুন, তাদের আনন্দে আমরাও কিছুটা সামিল হয়ে আসি...

 

একদিন পার্কে, কুম্ফু ক্যারাতে!

 

হাই ফাইভ!

 

এই মিউজিকটা কিন্তু জোস, বুঝলে!
নাও, শেয়ারইট চালু করে তোমার মোবাইলেও নিয়ে নাও

 

ওরে রে! ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে গেল!!

 

এভাবে আর কতকাল অভিমান করে কাটাবে, সেনোরিটা!

 

দেখলে খোকা! ভয়ের কিস্যু নেই। আমি আছি না!

 

এই দাড়া! আমাকেও নিয়ে যা তোদের সাথে...!

 

ছাড়! ছাড় আমাকে!

 

ইয়্যো! এ কি করছো ড্যুড!!

 

এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো ♪♫♪

 

তোমার জন্যে অলিম্পিকও নস্যি জেনো প্রিয়!

 

ঐ ব্যাটা, পাওনা টাকা দিস না কেন তুই!

 

দিলো রে! মাথাটারে গুড়িয়ে!

 

আআআআআ..... আমার এত সাধের চুল...!

 

ইইই হা! দৌড়া পাগলা! দৌড়া!!

 

আহ দিদি! একটা আঙ্গুর তো ফেলো এদিকে!

 

আম্মু! দ্রুত খেলার মাঠে নিয়ে চল!!

 

দাড়াও! আপেলটাতে বিষ মাখানো আছে, ধরো না ওটা!

 

আজ তোর কল্লাটাই যাবে...!

 

হায়...! সত্যি?

 

 

 

………………………………………………………
পিক কার্টেসিঃ স্ব-স্ব ফটোগ্রাফার
পিক সোর্সঃ Google Image Search
Pinterest.com
imgur.com

 

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress