সব ভুলে গিয়ে নিজের মত করে আনন্দ খুঁজে নেয়াটা বড় কঠিন। এই কাজ সবাইকে দিয়ে হয় না। তবে যারা করতে পারে তাদের যেন কিছুতেই বাধা দিয়ে রাখা যায় না। নেট ঘেঁটে এমন সব মানুষদের মজার কিছু পিক খুঁজে নিয়ে আসলাম আজকের আয়োজনে। চলুন, তাদের আনন্দে আমরাও কিছুটা সামিল হয়ে আসি...
একদিন পার্কে, কুম্ফু ক্যারাতে!
হাই ফাইভ!
এই মিউজিকটা কিন্তু জোস, বুঝলে!
নাও, শেয়ারইট চালু করে তোমার মোবাইলেও নিয়ে নাও
ওরে রে! ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে গেল!!
এভাবে আর কতকাল অভিমান করে কাটাবে, সেনোরিটা!
দেখলে খোকা! ভয়ের কিস্যু নেই। আমি আছি না!
এই দাড়া! আমাকেও নিয়ে যা তোদের সাথে...!
ছাড়! ছাড় আমাকে!
ইয়্যো! এ কি করছো ড্যুড!!
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো ♪♫♪
তোমার জন্যে অলিম্পিকও নস্যি জেনো প্রিয়!
ঐ ব্যাটা, পাওনা টাকা দিস না কেন তুই!
দিলো রে! মাথাটারে গুড়িয়ে!
আআআআআ..... আমার এত সাধের চুল...!
ইইই হা! দৌড়া পাগলা! দৌড়া!!
আহ দিদি! একটা আঙ্গুর তো ফেলো এদিকে!
আম্মু! দ্রুত খেলার মাঠে নিয়ে চল!!
দাড়াও! আপেলটাতে বিষ মাখানো আছে, ধরো না ওটা!
আজ তোর কল্লাটাই যাবে...!
হায়...! সত্যি?
………………………………………………………
পিক কার্টেসিঃ স্ব-স্ব ফটোগ্রাফার
পিক সোর্সঃ Google Image Search
Pinterest.com
imgur.com
Thumbnails managed by ThumbPress
১৩টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হা হা খুবই মজা পেলাম ছবিগুলোতে। শেষের ছবিটা ম্যালা কিউট। এরকম হাসি আনন্দে মেতে থাকা মানুষগুলোকে দেখলে প্রশান্তি আসে।
আমার ফেসবুকে কএকটা ছেলেমেয়ে আছে। এরা খুব ঘুরে বেড়ায় পাহাড় পর্বতে আর নানা দেশে। এরকম ফানি ফানি ছবি তুলে কমেন্ট করে। আপনার পোস্ট দেখে সেগুলো নিয়ে লেখার ইচ্ছে হলো। 🙂
অলিভার
পানি স্বচ্ছ হলে তার একপাশে থাকা জিনিষগুলি অন্যপাশ থেকেও স্পষ্ট বোঝা যায়, বরং ঐ গুলি যেন তাদের প্রকৃত দূরত্ব থেকেও কাছে এমন বোঝা যায়। আমাদের আনন্দের ব্যাপারগুলিও এমন। একজনের আনন্দকে অন্যজন মন খুলে নিতে পারলে সেই আনন্দের রেশ অপরকেও ছুঁয়ে যায়।
আপনার মজার ছবি সম্বলিত পোষ্টের অপেক্ষায় রইলাম।
শুভকামনা নিরন্তর 🙂
নিতাই বাবু
দারুণ একটা ছবি পোস্ট উপহার দিলেন । খুবই ভালো লেগেছে ।
একটা কথা বলি, আপনাকে কী বলে সম্মোধন করবো? দাদা না দিদি? বলে দিলে ভালো হয়।
অলিভার
ছবি গুলি ভালো লেগেছে জেনে আমারও আনন্দ লাগছে।
হা হা হা! আপনি এখনো ঐ লুপেই আটকে আছেন! আচ্ছা, আপনার ধারণা পরিষ্কার করার জন্যেই বলছি, আপনি আমাকে ‘দাদা’ হিসেবেই সম্বোধন করতে পারেন 🙂
মোঃ মজিবর রহমান
হ্যাঁ অলিভার আনন্দ খুজে পাওয়াটা বড় কথা সেটা জেভাবেই হোক। দারুন মজার ছবি গুলো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
অলিভার
খুঁজে পাওয়াটাই বড় কথা, কিন্তু এই বড় কথাটা বুঝেও আমরা তার বাস্তবায়ন করতে পারি না। আর সেকারণেই আমরা এদের থেকে পিছিয়ে থাকি।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্যে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই হাসলাম কিছুক্ষণ -{@
অলিভার
তাহলে পোষ্ট করাটা সার্থক।
ছবি ব্লগ তৈরি করাটা বেশ ঝামেলাপূর্ণ কাজ। ব্লগের নানা লিমিটেশন থাকায় অনেকসময় ব্লগে সরাসরি সব ছবি আপলোড করা যায় না। আর এই সমস্যা থেকে বাঁচার জন্যে আমি সবসময়ই রিলায়েবল ইমেজ হোস্ট ব্যবহার করি। কিন্তু সেখান থেকে লিংক নিয়ে নিয়ে পোষ্ট করাটা দারুণ এক যন্ত্রণাদায়ক কাজ। যদিও ব্লগ সমস্যায় পড়লেও ছবি গুলি ডিলিট হয়ে যায় না (যেমনটা ব্লগের ডাটাবেস কোরাপ্ট বা ঝামেলা করলে হয়)
শুভকামনা জানবেন -{@
সঞ্জয় কুমার
সুন্দর ছবির সাথে অসাধারণ ক্যাপশন
অলিভার
সুন্দর মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ সঞ্জয় ভাই 🙂
ছাইরাছ হেলাল
দারুণ কালেকশন,
ভালই লাগল, লেখা আর একটু বেশি হলে মনে হয় আরও ভালো লাগত।
অলিভার
হা হা হা হা
ছবি নিয়ে পোষ্ট করার আইডিয়াটা হুট করেই মাথায় আসে। তারপরই দ্রুত ছবি গুলি একত্র করতে শুরু করি। কিছু ছবি মজার হলেও বাদ দিতে হয় তার কন্টেন্টের কারণে। কিন্তু ছবি একত্রিত করার পর মাথায় আসে, এখন কি করবো! কারণ ছবি গুলি মজার হলেও এদের নিয়ে আলাদা করে কি লিখবো তা বুঝে উঠতে পারছিলাম না (এখনো পারছি না)। তারপরও একদম কোন কিছু না লিখে ছবি পোষ্ট করতে কেমন যেন সংকোচ কাজ করছিল। শেষে কোনরকম দু’লাইন লিখে পোষ্ট করে দিলাম।
চেষ্টা থাকবে আরও একটু কিছু লিখবার, তবে না লিখতে পারলেও আশা করি হেলাল ভাই তা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন -{@
ইঞ্জা
:D)
খুব মজা পেলাম ভাই। :D)