কেউ বলছে দেশটা আমার বাপের টাকায় কেনা, কেউ বলছে না না আমার স্বামীর ষোল আনা। কেউ বলছে আমিই বন্ধু শহর এবং গ্রামে, দেশের দলিল হওয়া উচিত শুধুই আমার নামে। কেউ বলছে আমরা ডান দেশটা ডানে যাক, বামের জনও বলছে ঠিকই দেশটা বামেই থাক। রাজাকারের জারজ দল আজ জঙ্গীবাদে মদদবাদ, সোনার বাংলা না গেয়ে গায় পাক [ বিস্তারিত ]