লজ্জিত মুখ।

মনিরুজ্জামান অনিক ১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ০৯:১৬:১২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া যেই লোক

সে জানে - সন্তান যখন বলে, বাবা! ওরা নিয়মিত 

আপেল খায় আমায় কিনে দাও না কেন?

এ প্রশ্নের জবাবে কতোটা নীরবে কেঁদে উঠে বুক।

অতোটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারেনা পাহাড়, 

যতোটা শক্ত গাঁথুনি লজ্জিত ঐ বাবার পাঁজরের হাড়।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ