তুমি সুখে থাকো!

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১১:০৮:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

 

তুমি সুখে থাকো বারো মাস।
আমার ঘরে নেই আনন্দ উচ্ছ্বাস।
যখন তুমি ফুলের বাগানে করো বিচরণ।
কাঁটার আঘাতে হৃদয়ে আমার হয় রক্তক্ষরণ।
সবুজ অরণ্যে উৎফুল্ল তুমি যেন উড়ন্ত প্রজাপতি।
পাথরের বুকে চাপা পড়ে আমার ভালবাসা দেয় আত্মাহুতি।
তুমি জ্যোৎস্নার আলোতে আনন্দে খাও লুটোপুটি।
আমি অন্ধকারে আলোর জন্য করি দিকবিদিক ছুটোছুটি।
তুমি রিমঝিম বৃষ্টিতে আনন্দ উচ্ছ্বাসে হও আত্মহারা।
আকাশের আধাঁর কালো মেঘে হই আমি দিশেহারা।
ভালবাসার আলোর মশাল জ্বালিয়ে দাও পথ পাড়ি।
অন্ধকারে আমি আলোর মশালের জন্য হাতড়ে মরি।
যাদের আছে ভালবাসার বর্ণিল আর স্বর্ণিল আলো।
তাদের নেই ভয় সামনে থাকুক যতো অন্ধকার কালো

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ