সংকেত

মাসুদ চয়ন ১১ আগস্ট ২০১৯, রবিবার, ০১:৫৫:৩০অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

#সংকট//মাসুদ চয়ন"
নদীতে জোয়ার নেই-শাখায় শাখায় অধঃপতন বিভাজন বিচ্ছেদ
শাখাদের ভিড়ে মূলতট মরে যায়
মাছেরা কাদায় লুকায়-মরামরা দেহ ষরা
চোখপেয় হয় কি আর কালো পানকৌড়ি বুনোহাঁস!
পাহাড়ে ফাটল ধরেছে-এই বুঝি ভেঙ্গে পড়ে
বনানী আগুনে জ্বলছে-পাখিদের চোখে জল
হরিণী বুনো ঘাস খুঁজে-চেপে যায় আক্ষেপ
সবুজ ঘাসে হলুদ ক্ষত-নির্মূল বিবর্তন
এভাবে পৃথিবী মরছে-মানুষের কারণে
তবুও মানুষ হাসছে-নাট্যে গল্পে।
তোমাদের বর্জ্য স্তুপ নদীদের দিয়ে-নদীতেই জীবন খুঁজিলে
দেখো আজ মরা নদী জল হারা
বনভূমে মরা বৃক্ষ বিরহ সঙ্গীত বাজিয়ে কাঁদছে
তুমিও সুর ধরো হে বন বিরহীদের শোকে
দেখো আগুন ঝড়ছে মহাকাশ চুয়ে_
পৃথিবী ফিরে যাচ্ছে বিগব্যাং লগ্নে।
হয়তো দেখিবে তুমিও
চেয়ে দেখো সূর্যের র্যাশ বিগলিত হয়ে ছুটে আসছে।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ