মাটির মানুষ

মনির হোসেন মমি ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ০৮:৪২:০৭অপরাহ্ন কবিতা, বিবিধ ৭ মন্তব্য

আমি যুদ্ধ দেখিনি
দেখেছি তোমার যুদ্ধের মনবল
দেখেছি ইতিহাস পাতায় পাতায়,
তোমার বীরত্বের গান
তুমি সেই মহান নেতা মহান বঙ্গবন্ধু
আজও গাই বিজয়ের গান।

আমি যুদ্ধ দেখিনি
দেখেছি তোমার অকৃত্রিম বিশ্বাসের ঝুড়ি
মনকে করেছো মাটির পুতুল,
সাম্যতায় ক্ষমার গুণে তুমিই কৃর্তী
এ বাংলার ঘরে ঘরে!
বিশ্বাসের খুটি অটুটে তুমি করলে
নিজেকে আত্ম ত্যাগ,
ক্ষমা করেনি ঐ শকুনেরা শেখ রাসেল;
বাপের নয়ন মণি।

আমি যুদ্ধ দেখিনি
দেখেছি তোমার লক্ষ কোটি ভক্তের ছবি
সারা বিশ্ব কেপেঁছিল থঁরথঁরিয়ে তোমার ৭ মার্চের ভাষনে,
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু,,
মাটির গানে সূর তুলেছিলো আপামর জনতা,
আমি যুদ্ধ দেখিনি
দেখেছি তোমার সংগ্রামী দৃঢ়তা।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ