কথোপকথোন

মোঃ মজিবর রহমান ২২ অক্টোবর ২০১৮, সোমবার, ০১:৪৬:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

সংসারী আলাপ ঘরে বসে চলে স্বামীস্ত্রীর। মাঝে মাঝে বিভিন্ন কথার টানে বউ স্বামীরে কউ আমার খালাত বোনের বিয়েটা দেওয়ার জন্য চেস্টা কর।

গেরস্থ কই,  দেখ,  এখন রিক্সাচালক বল আর যাই বল ঘরে একটা সুন্দর বউ সবাই চাই। অফিস থেকে এসে ঘরে মন না বস্লে, ঘরে ফেরার মানেই হয়না।

বউ কয় সবাই যদি সুন্দর খোজে তাহলে আল্লাহ কেন কাল, অসুন্দরী, হ্যাব্লা-ক্যাব্লা বানাল। তাই বলে কি এই মেয়েদের বিয়া হবেনা?

পুরুষ বলে এতো প্রশ্নের উত্তর জানিনা। সকলের চাওয়ার অধিকার আছে, আল্লাহ সেটা অধিকার সকল্কেই দিয়েছে। হ্যাঁ তারপরও চেস্টা করে যাচ্ছি সুযোগ ভাল পছন্দ হলে হবে।

কথায় কথা আসে। কথাচ্ছলে বউ একদিন বলে যে, এই জানো, আমার অমক ভাইয়ের বউ খুব সুন্দর হইছে।

এই সুযোগ স্বামী কই ও ভাইয়ের বেলায় সুন্দরীর চাহিদা তোমাদের আছে। আর বোন অসুন্দর কালো হলেই অন্য ছেলের পছন্দের কারণ হাজারটা তোমাদের না?

বউ নিরুত্তর, নিশ্চুপ, বোবা, অসহায় চুপচাপ একাকী। লজ্জার মতিভ্রমে আটকিয়ে অসাহয়ত্ববোধে নিরুত্তাপ।

পৃথিবীর সকল মানুষের মাঝে সকল পছন্দ অপছন্দতা নিয়ে সহাস্যে সর্বদা শান্তি বিরাজ করুক।

ছবিটি গুগল থেকে গৃহীত

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ