বিভিন্ন আকাশ

আগুন রঙের শিমুল ১৭ এপ্রিল ২০১৭, সোমবার, ০৮:৩৩:৫০পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

অগনিত আকাশ পোষা আছে - বুক পাজরে,
কোন কোন আকাশের গায়ে জাফরি কাটা আলোর ভোর
কোনটায় সফেদ বিচ্ছিনতায় উদ্বেল ভালোবাসার মুখ -
কোথাও জমাট বিরহের বকুলগন্ধা নির্লিপ্তি,
আরেকটা আকাশের হৃদপিন্ড ছুয়েঁ আছে হার্ট অব দ্য ওশেন।

অগনিত আকাশ, আকাশের ওপারে নির্জন ঘুম -
নিজেকে নিজে আড়াল করা আকাশ, দমফোট চিলচিৎকার -
অন্য আকাশে বেঘোর ঘুমের রাজকন্যে ; জীয়নকাঠি
খাঁচার মাপে দাম দিয়ে কেনা আকাশের বুকে ; নির্ঘুম রাত কাটে কার।

একটা আকাশ ইশ্বরসাজের মানবের।
সে কখনো নির্বান স্বপ্ন দেখেনা, নিষিদ্ধ স্বপ্ন।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ