তবে তাই হোক

সালমা আক্তার মনি ২০ মে ২০১৬, শুক্রবার, ০১:৪১:৫৯অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

তবে তাই হোক,
আর কোন দ্বিধা না থাক,
কেটে যাক সকল জড়তা,
স্পষ্ট হোক কন্ঠস্বরে,
বাধাহীন উচ্চারনে,
উচ্চারিত হোক সেই-
চিরায়ত শব্দমালা-
ভালবাসি ভালবাসি।
তবে তাই হোক
আর নয় কবিতায়
ইনিয়ে বিনিয়ে
তিলকে তাল বানিয়ে বলতে চাওয়া।
আর নয় অপেক্ষা
চন্দ্রভূক অমাবশ্যা থেকে
শুক্লপক্ষের পূর্নতিথি পর্যন্ত দিনগোনা।
কি হবে সমগ্র ভিসুভিয়াস
বুকে জ্বালিয়ে রেখে?
কি হবে গায়ত্রী হিমবাহ 'র খরস্রোতা
জলরাশি দু 'চোখে বইয়ে দিয়ে?
আদিম ইচ্ছে গুলোকে সরিয়ে দিয়ে
পূতঃপবিত্র নিজেকে তোমায় দেবো বলে
কি আর হবে নিজেকে উপোসী রেখে?
কিছুই তো টানেনা তোমাকে আমার দিকে! আমার অক্ষম কবিতা, বুকের অনল
কিম্বা চোখের ঝরণা?
অথবা নিজেকে নিখাদ গিনি বানিয়ে
অনিঃশ্বেষ অপেক্ষা!
তবে তাই হোক
এবার তবে নির্লজ্জই হই কিছু
ভালবাসাও তো যুদ্ধের মতোই
যুদ্ধ আর ভালবাসায়-
সবইতো বৈধ বলেই জানি
তবে তাই হোক এবার
যতখানি নিঃশ্বাষ বুকে ধরা যায়,
ততোখানি উজাড় চিৎকারে -
বলবো সেই অমিয় ভাষন
ভালবাসি ভালবাসি।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ