সত্য ছিলো গুরুর বাণী,,

সঞ্জয় মালাকার ২৫ মে ২০২০, সোমবার, ০৫:২৬:৩৯অপরাহ্ন ছবিব্লগ ১২ মন্তব্য
  • গুরুর চরণে আমার শত কোটি প্রণাম
  • সত্য ছিলো গুরুর বাণী,,
  • ২/সংগীত,,
  • বাস্তব জীবনে,আজ সমাপ্তি সংগীত,
  • মনে হয় সেই ছেলে বেলা
  • মায়ের মুখে শোনেছিলাম মধুর বাণীতে রবীন্দ্র সংগীত!
  • ২-
  • বিকেল.....তোমার সঙ্গে নিও আমায়-
  • বেলা ধরে,,
  • আমি আনন্দ পাবো তোমার কোলে ঢলে।
  • ৩-    শান্তি খুঁজে জনম গেলে,তবু সুখ পাইলাম না।
  • বিশ্রাম তো দূর আকাশে স্ববপ্ন দেখে,
  • সুখ তো আমার অশ্রু জলে ভাসে,
  • শান্তি হয়েছে জগত হারা-
  • আমার আয় রোজগারের পথে।
  • ৪/সেই পূরণ গল্প আমার তোমার নামে লিখা
  • কথায় কাজে মিলছিলনা গল্প ছিল মিছা,
  • বর্ষাতে মন কাঁদে আমার সুখ ছিল প্রেম হারা
  • হলদি পাখির গান শুনে যে দেখি রাতের তারা।
  • কালো রাতে রঙ্গিন স্বপ্ন, রঙ্গিন আমার আশা
  • ভালোবাসি বলেই গেলে,হৃদয় আকাশ ফাঁকা,
  • গল্প লিখা শোষ হলনা,তোমার পাবো দেখা
  • বুকের ভীতর আগলে রেখো আমার ভালো বাসা,,।
  • ৫/কুল বেঙ্গেছে যেই নদীর সেই নদী'টি বুঝেছে
  • জীবন যাহার কুল ছেড়ে আজ,অকুলে পথ ধরেছে!
  • ওহে নিঃশের নিঃশো আমি,হয়ে গেছি শেষের শেষ
  • কাঁদি আমি ঘুরে ফিরে, এইতো অবশেষ,,
  • মানুষ মানুষের জন্য,প্রকৃতির পরিবেশ।
  • ৬/নিঃসঙ্গ,,
  • ও হৃদয় হীনা আর কথ কাঁদাবি আমায়
  • নিঃসঙ্গতা যে আমাকে ভাবা,
  • ৭/শেষ প্রহরে চলছে বেলা বাজল বিদায় ঘণ্টা
  • রাতের ভীরে রাত ফুঁড়ালো জ্যোৎস্না অবহেলা,
  • ভয় দেখিয়ে কাল পালালো, মেঘ করল ভাসা
  • অন্ধকারে ঘুমিয়ে আছি,বন্ধু দিলনা দেখা।
  • ৮/নীল দুপুর...... সবুজ বাংলা
  • এদেশে এমাটি....তুমি প্রিয় আমার জন্মভূমি
  • তোমার বুকে দিয়েছ আশ্রোয়
  • আমি জন্ম মৃত্যু পর্যন্ত তোমারে বুকে বাঁধি।
  • ৯/পুষ্প তালিতে পাওনি সম্মান -
  • তবু, তুমি কতো মহান,উজ্জ্বল করেছ আলোর পৃথিবী,
  • মানুষের হৃদয়ে তোমার স্হান।
  • ১০/প্রেম কি শুধুই কাঁদায় -
  • না-কি ভবিষ্যতের পথ দেখায়,
  • প্রেম সত্যি, মানব হৃদয় জুড়ে দোদুল্যমান শিক্ষা।
  • ১১/সময়ের কাছে পরাজিত, মানব কেনো ক্ষুধার্ত
  • পবিত্র সৃষ্টিতে, হিংসার কেনো রাজত্ব!
  • ১২/১৩-বিশ্ব ভূবনে জ্বলছে দাবানল
  • বড় অদ্ভুত দর্শন-শাস্ত্রে, নারীকে কেনো তন্ত্রের মন্ত্রে
  • করে অস্ত্র।
  • ১৪/চিন্তা বিবেক আর জ্ঞান - প্রতিহিংসার আগুন,
  • অপ্রাপ্ত বয়সে ঝমে থাকা যতো অভিমান।
  • ১৫/মানব মানুষেরি রক্ত পিপাসি
  • মানব না-কি দানব, লঙ্কায় যে, যায় সে-ই হয় রাবণ।
  • ১৬/পৃথিবী না-কি মরুভূমি -
  • ভাবে জল সিক্ত দুটি নয়ন।
  • ১৭মা-গো -
  • তোমার মমতা আদর স্নেহ, কেমনে থাকি ভুলে,
  • মা-গো বিশ্ব ভূবনে, তুমি আনন্দ আমার জন্মান্তরে।
  • সব গুলো ছবি ২০১৬ সালের, ফেসবুক থেকে সংগ্রহীত।।
  • সঞ্জয় মালাকার!
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ