গণতন্ত্র জনতন্ত্র

নিতাই বাবু ২০ জুলাই ২০১৮, শুক্রবার, ০২:২৬:৩৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

জনতন্ত্র গণতন্ত্র
রাজতন্ত্র প্রজাতন্ত্র,
সকল তন্ত্র এক মন্ত্র
গদি দখলের মূলমন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

অযথা ডাকে হরতাল
অবরোধ আর হরেকতাল,
গাড়ি ভাঙ্গার করে চাল
বোমা মারার মহাচাল।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

মুখে শুধু গণতন্ত্র
ভোটের আগে জাদুমন্ত্র,
ভোট নিয়ে ষড়যন্ত্র
ভোটে জিতার মহামন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

ভোটের আগে দ্বারে দ্বারে
জিত গেলে লাথি মারে,
জেল খাটায় যারে তারে
গুপ্তহত্যা শুরু করে।
তাদের মুখেই গনতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

গরিব দুখিদের ভোট নিয়ে
জোরপূর্বক ক্ষমতায় গিয়ে,
সুশাসনের মন্ত্র দিয়ে
সন্ত্রাসীদের রাখে জিইয়ে।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

ভূমি করে জবরদখল
টেন্ডারবাজি বাড়ি দখল,
পরের জমি ভোগদখল
দেখায় কত বাহুবল।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

গরিবের রিলিফ মেরে খায়
সুইস ব্যাঙ্কে টাকা জমায়,
বিদেশেতে বাড়ি বানায়
নিজের স্বার্থ আনায় আনায়।
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

রাজতন্ত্র আর সমাজতন্ত্র
দুর্নীতি করার ষড়যন্ত্র,
মনের ভেতর কুমন্ত্র
রাজনীতির মূলমন্ত্র।
তাদের মুখেই গণতন্ত্র
গণতন্ত্র জনতন্ত্র।

নিতাই বাবু
২০/০৭/২০১৮ইং

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ