হেরিটেজ

এজহারুল এইচ শেখ ২৮ মার্চ ২০১৩, বৃহস্পতিবার, ০৯:৪১:৩৮পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

পুরানো একটা বাড়ি গভীর
নিস্তব্ধ শুধু কথা বলে
কত মানুষের নিঃশ্বাস, ইটগুলোর
বুক থেকে রক্তের রঙে গুড়ি গুড়ি
দিন রাত ঝরে পড়ে ব্যথার পরে

মানবকূল,পক্ষীকূল ঘুমায়…
ড্যাম ড্যাম তাকিয়ে থাকে
বুকের বধির নোনা লাগা পাঁজর,
জেগে থাকে অনন্তের ইতিহাস!

দেওয়ালের গা বেয়ে বট,অশ্বথ,
আর কিছু শ্যাওলা কমা চিহ্নগুলো
রাস্তার ধারে ভাঙা-ময়লা পাত্র
হাতে দাঁড়িয়ে থাকে ব্রম্ভার সন্ধ্যায়,
হা পিত্তেস আটকে যায় মাকড়সার জালে,
পোকা মাকড়ে ফার্ণে!নশ্বর দেহ বাঁচে…

মন্দির না!মসজিদ না!গির্জাও না!
রাজা নেই,মমি ঘুমায় মিউজিয়ামে!

তাঁরার মিট মিট চোখে চড়ুই খোঁজে
ভাঙা বাড়ির ফাঁক ফোকর,শিল্পী মনে খাসা থাকে সভ্যতার বুনোটে নামহীন ভাবে কথা বলে চলে…

@ বাড়ি,
তারিখ-২৭/০৩/১৩
সময়-১০ঃ১২ রাত

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ