হেমন্ত বন্দনা – এখানে হেমন্ত আসেনা

শিরিন হক ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ০২:০৩:৫৬পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

শেষ বিকেলের গোধূলি আলোয়...
হেমন্তের তারুণ্য খুঁজে ফিরি দূর আকাশের নীল চাঁদোয়ায়,
এ আমার পোড়ামাটির শহরে।

এখানে কোজাগরী চাঁদ মোহময় করেনা হেমন্তের রাত।
এখানে লক্ষ্মী এসে নামে না কৃষকের ধানের ক্ষেতে।
নতুন ধানের উৎসবে নবান্নের আনন্দে মাতে না কেউ।
সূর্যালোক হ'তে একবিন্দু কিরণ,
সবুজ দূর্বাঘাসে শিশিরে হাসেনা মুক্তো ছড়িয়ে।
দূর থেকে কোনো ফুলের সুবাস বিমোহিত করেনা মন,
পদ্মফুল নূপুর হয়ে ছন্দে নাচে অচিন গাঁয়ে।

এখানে জ্যোৎস্না  সহিত নীল আকাশ বিরহে কাঁদে।
ধুলোমাখা পথ সবুজ ঘাসের আল্পনায় নিজেকে শোভিত করেনা কখনো।
শহুরে কাক ভুলেই গেছে...
কোনো এক হেমন্তের রাতে আমাদের লক্ষ্মী দেবী মুখের অন্ন দিতে চলে আসে ফসলের মাঠে,
এখানে নীল আকাশ জানালার ফাঁক দিয়ে লুকোচুরি খেলে চলে যায়...
আমার শহুরে জীবনে!

এখানে হেমন্তে আসেনা
কাশ ফুলের ডানায় ভর করে,
শিউলি ফোটা স্নিগ্ধ সকালে...
শিশির হয়ে ঘাসেদের ছুঁয়ে দিতে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ