হৃদয়ের রঙ

মানিক পাগলা ২১ অক্টোবর ২০১৩, সোমবার, ০৮:৪৪:৪৩অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

হৃদয়ের রঙ কি?
যদি বলো নীল-
তবে এ আকাশ তোমায় দিলাম,
হৃদয় যদি হয় সাদা
শরতের মেঘের ভেলায়
ভাসিয়ে দিলাম
ভালবাসার বারতা,
দুপুরের রোদে
কাঁশ ফুলের নরম ছোঁয়ায়।

হৃদয়ের রঙ কি?
যদি হয় সবুজ-
তবে এ প্রান্তর তোমায় দিলাম,
হৃদয় যদি হয় লাল
তবে এ বক্ষ চিড়ে দিলাম,
রাঙ্গিয়ে নিও দু'হাত
রক্তিম আভায়।

হৃদয় যদি হয়-
বয়ে চলা কোন এক
চঞ্চলা নদী
তবে সে নদীর স্রোতে
তোমায় ভাসিয়ে দিলাম,
হৃদয় যদি হয়-
গোধূলী বেলায় সূর্যের কারুকাজ
তবে সে ক্ষন তোমায় দিলাম,
গোধূলী মেখে নিও
তোমার সুরভিত কোমলতায়।

হৃদয় যদি হয়-
শীতের সকালে নরম ঘাসে
জমে থাকা শিশির বিন্দু
তবে সে সকাল তোমায় দিলাম,
হৃদয় যদি হয়-
কোন এক পড়ন্ত বিকেলে
সূর্যের ছায়া
তবে সে বিকেল তোমায় দিলাম,
হৃদয় যদি হয়-
আমার বুকে
তিলে তিলে জমানো ভালবাসা
তবে তা তোমায় দিলাম,
রেখে দিও
তোমার মনের মনি কোঠায়।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ