হুজুগে বাঙালী

সঞ্জয় কুমার ৪ আগস্ট ২০১৪, সোমবার, ১১:৫৪:১৮পূর্বাহ্ন বিবিধ ১ মন্তব্য

বাংলাদেশে দুইটা ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করা হচ্ছে ।

খুব ভাল সংবাদ !
বিদেশী সংষ্কৃতীর আগ্রাসন থেকে দেশ বাঁচাতেই হবে ।

আসলে এই বাংঙ্গালী জাতি কতটা মাথামোটা সেটা এদের কার্যকলাপ দেখলেই বোঝা যায় ।

সারাদিন পাকিস্তান ভারতীয় দের ঘৃণায় গলা ফাটিয়ে চিৎকার করবে । আবার দেখুন সে নিজেই কম্পিউটার বক্সে ফুল ভলিয়ামে আতিফ আসলাম অরিজিৎ সিং বা হানি সিং এর গান শুনছে । ভারতীয় হিন্দি গান ছাড়া পার্টি হয় না ।

যারা এখন এই স্টাটাস টা পড়ছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মোবাইল বা পিসিতে হিন্দি গান একটাও নেই ???

আপনি ফেবুতে ইভেন্ট খুলে গরিব অসহায় দের সাহায্য করেন । পাশের বাড়িতে বা আপনার এলাকায় কতজন এবার ঈদে নতুন জামা কিনতে পারেনি সেই হিসাব আপনার অজানা ।

আপনি ফেবুতে হ্যাস ট্যাগে সুদুর গাজার মানুষের প্রতি সমর্থন জানান কিন্তু বাড়ির পাশের কোন নির্যাতিত মানুষের করুণ আর্তনাদ আপনার কানে পৌছায় না ।

এই মাথামোটা জাতীর মাথায় একটা জিনিস খুব ভাল ঢোকে আর তা হল হুজুগ । একাত্তরে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণে এদের হুজুগ উঠেছিল । মেরে কেটে দেশ স্বাধীন করেছিল । কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখা কতটা কঠিন সেটা বাঙালী এখনো বোঝে নি ।

কিছুদিন আগে শেষ হল ফুটবল বিশ্বকাপ এখানে হুজুগে বাঙালী পিছিয়ে নেই । আর্জেন্টিনা ব্রাজিল দ্বন্দ্ব নিয়ে হাতাহাতি রক্তারক্তি ও হয়ে গেছে । মেসি তো বলেই দিয়েছেন বাংলাদেশের মানুষের কি কোন কাজ নেই ?

কান নিয়ে গেছে চিলে
কবিতাটি বাঙালীর জন্য সবচেয়ে কার্যকর সত্য ।

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ