হিগস-বোসন কনা

এজহারুল এইচ শেখ ২০ জানুয়ারি ২০১৩, রবিবার, ১১:১৯:৫৫পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

ফেরার পথে, ফিরতেই পারছিলাম না!
মেরু ভল্লুকের খাড়া লোমে এক কাপ চা ঢেলে দিতে চেয়েছিলাম!
চায়ের খোঁজে তখন আমি চা দোকানে,পাশেই চশমার ফাঁকে একটা আড্ডা হিগস-বোসন কনা!

চায়ের কাপে এক সুড়কি টান
আর শব্দ ভান্ডারে মুদ্রা পতন!
যা বোস পাইনি,ওরা কিন্তু পেয়েছিল!
স্থাবর কবি যা মৃত্যুকালে পাই!
চায়ের ক্যাৎলির বাস্পকনায় জীবৎ-কাল ধরে ভার্সি খাতা খুজে বেড়িয়েছি পোড়া-তেজস্ক্রিয় বুক নিয়ে বোসন কনা পেয়েছি বিভা আমি কিন্তু পাতাল-পুরীর কবি পাই না!যা পাই ওদের ঔরস-জাত রসে…

@ বাড়ি,
তারিখ-২০/০১/১৩
সময়-৯ঃ৪৪ সকাল

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ