স্মৃতির নদীতে

সঞ্জয় মালাকার ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০১:৩৫:৪৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

স্মৃতির নদীতে,,

স্মৃতির নদীতে ভেসে চলে স্বপ্ন গুলো
ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পরে
আমার হৃদয় আঙ্গিনায়!
কত মোহনার মিলন মেলায়
স্বপ্ন এঁকেছিলাম আনন্দের সীমানায়,
আমি এক স্বপ্নের দীপ হয়ে রইলাম
স্মৃতির নদীতে, দুটি চোখে।

কত বেদনায় বুক চিরে রক্তাক্ত করলো
রক্তের ঝর্ণাধারায় আমি বেঁচে আছি,
নব নন্দীর আশায়!
স্বপ্ন হারিয়ে খুঁজি আরেক স্বপ্ন,
রৌদ্রের খরতাপে শরীরখানি পুড়ে যায়,
বৃষ্টি ধারায় সিক্ত হয় দুটিনয়নে আজানা স্বপ্নরাশী!

কখনো হারাই অশ্রু ঝর্ণাতে
নন্দীর মিথ্যে বেদনার ব্যর্থাতে,
আবার কখনো কাঁদি বেদনার মেঘ মালাতে!
কত'যে -কত খেলা খেললো-
আমি নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম,
হাজার কথা ঘুরে ফিরে মনে পরে বারবার
কি ছিলো কথা! আর কি হয়ে গেলে, আমি বেদনার যাযাবর।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ