স্বার্থপর

শিরিন হক ২১ জুলাই ২০১৯, রবিবার, ০১:৪৮:২৮পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

স্বার্থের কারণে প্রিয়জন চলে যায় দূরে।
স্বার্থের কারণে জন্মদাত্রী মাকে বিদ্যাশ্রম এ রেখে আসে পুত্র,
মা তার অনাগত সন্তানকে দেখতে দেয় না পৃথিবীর আলো।
আপন ভাইয়ের হাতে খুন হয় ভাই।
শুধু স্বার্থের কারণে একমাত্র আদরের ছোট বোন হয়ে যায় অপ্রিয়।
ধনী গরীবের ব্যাবধানে আত্মীয় হয় পর।
এই স্বার্থের কারণে জনগণ ব্যবহৃত হয় আমলাদের কাছে,
খাদ্য কে অখাদ্য বানিয়ে ব্যাবসায়ী তার স্বার্থ হাসিল করে নানান উপায়ে।
নব বধুর লাশ ঝুলে থাকে ফ্যানে বাঁধা রশিতে।
কিশোরী বালিকার ক্ষতবিক্ষত শরীর পড়ে থাকে পরিত্যাক্ত বাড়িতে।
রাস্তায় পড়ে থাকা জীবন অর্থহীন হয়ে যায়।
খাঁচা বন্দী পাখি ডানা ঝাপটায় কারো স্বার্থের শিকার হয়ে।
চান্দিনায় দাগ লাগিয়ে অট্টহাসি দেয় রাজাকার ,
ধর্ম বাঁচাতে স্বজাতি ভাইয়ের জীবন বোনের সম্ভ্রম তুলে দেয় পাক বাহিনীর হাতে
শুধু স্বার্থের কারণে।
আমি ধর্ম কর্ম করিনা, বিশ্বাস করি আছে আল্লাহ।

আমিও স্বার্থপর হই
মানবতার অবক্ষয় দেখে লজ্জিত হই বারবার।
আমার ধর্ম আমার কর্ম
আমার পরিবার আমার সমাজ, আমার দেশ
দেশকে ভালোবেসে আমি স্বার্থপর হই।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ