আমাদের সোনেলার ব্লগারগন অনেক মানসম্মত লেখা লেখেন। আমরা চাই তাদের সেসব লেখা ফেসবুকের পাঠকরাও যাতে পড়েন। আর একারনেই ফেসবুকে সোনেলা গ্রুপ খোলা হয়েছে। শুধুমাত্র আপনারা নিজেরা নিজেদের লেখাগুলি শেয়ার করেননা বলেই অনেক পাঠক আপনার লেখা পড়া থেকে বঞ্চিত হয় কিন্তু।

মনে রাখবেন- লেখা শেয়ারের দ্বায়িত্ব আপনার নিজের, অন্য কারও নয়। তাই ফেসবুকে এবং সোনেলা গ্রুপে লেখা শেয়ার করে আপনার পাঠক আপনি নিজেই তৈরী করুন এবং একজন জনপ্রিয় ব্লগার হিসেবে পাঠকদের সামনে নিজেকে মেলে ধরুন।

আজ জানুন কিভাবে সোনেলার মেইন ব্লগ সাইট থেকে আপনাদের নিজেদের এবং অন্য লেখকদের লেখাগুলি ফেসবুকে নিজের ওয়ালে এবং সোনেলা গ্রুপে শেয়ার করবেন।  আমি আমার লেখার ছবিগুলি আপনারদের বোঝার সুবিধের জন্য এই লেখায় ব্যবহার করেছি। চলুন তাহলে দেখে নেই-

১. প্রথমে সোনেলার মেইন ব্লগে আপনার লেখায় যান। উদাহরণ হিসেবে নীচের ছবিগুলি দেখুন আর পর্যায়ক্রম অনুসরণ করুন।

২. এরপরে আপনার লেখার কিছু অংশ সিলেক্ট করুন। লেখার উপরে কিছুক্ষণ চেপে ধরে থাকলেই সিলেক্ট হবে।

 

৩. লেখা সিলেক্ট করার পরে উপরে কপি চিহ্নিত অংশে ক্লিক করুন। নীচের ছবি দেখুন।

৪. এরপরে নীচের দিকে দেখুন ফেসবুক লোগো দেয়া আছে। সেখানে ক্লিক করুন।

৫. Facebook লোগোতে ক্লিক করলেই নীচের অংশ আসবে। সেখানে ফাঁকা জায়গায় আপনার কপিকৃত লেখাটি পেস্ট করুন। ফাঁকা অংশে কিছুক্ষন কার্সর চেপে ধরে থাকলেই পেস্ট লেখাটি আসবে। সেটি সিলেক্ট করলেই পেস্ট হয়ে যাবে। নীচের ছবি দেখুন।

৬. লেখা পেস্ট হয়ে গেলে নীচের ছবির মতো  আসবে।

৭. ফেসবুকে নিজের ওয়ালে আপনার লেখার লিংক শেয়ার দিতে চাইলে আর কিছুই করতে হবেনা। নীচের পোস্ট লেখায় ক্লিক করুন তাহলেই আপনার নিজের ওয়ালে লিংকটি শেয়ার হয়ে যাবে। নীচের ছবি দেখুন।

৮. এখন সোনেলা গ্রুপে নিজের লেখা শেয়ার দিতে চাইলে Share to Facebook এখানে ক্লিক করুন।

৯. এরপরে দেখুন Group লেখাটি এসেছে। সেখানে ক্লিক করুন।

১০. Group সিলেক্ট করলে এরকম ফাঁকা ঘর আসবে সেখানে ইংরেজীতে Sonela লিখলেই Sonela সোনেলা লেখা আসবে। সেটি সিলেক্ট করে দিন।

 

ব্যাস হয়ে গেলো। এরপরে নীচের Post লেখাটি ক্লিক করলেই আপনার কাঙ্খিত লেখাটি সোনেলা গ্রুপে শেয়ার হয়ে যাবে।

কি একদম সহজ তাইনা? এখন থেকে তাহলে আপনারা সবাই এভাবেই লেখাগুলি ফেসবুকে নিজের ওয়ালে এবং সোনেলা গ্রুপে শেয়ার করবেন কেমন? আর কিছু জানার থাকলে প্রশ্ন করুন। উত্তর দেবার চেষ্টা করবো।

শুভ ব্লগিং।

 

★ ফিচার ছবিটি আমার বাসায় আজকে ফোঁটা প্রথম মর্নিং গ্লোরী ফুল, সোনেলার পাঠকদের উপহার দিলাম।

★সোনেলা ব্লগে যে কোন ছবি ৭০ কিলোবাইট এর বেশী দেয়া যায়না। আপনার  কাঙ্খিত ছবির আকার ছোট করতে চাইলে অবশ্য পড়ুন -

খুব সহজেই ছবির আকার পরিবর্তন করুন

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ