সোনেলা !!! তোমাকে বলছি….

মনির হোসেন মমি ৮ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ১১:৩৯:৩০পূর্বাহ্ন বিবিধ ১১ মন্তব্য

চন্দ্র সূর্য্য সবই আছে আগের মত শুধু আমার আবেগগুলো মনে হয় হারিয়ে গেছে ঐ দূর আকাশেঁ নক্ষত্রের মাঝে....

গতকাল দূপুরের পর হতে অফিসের কাজের অবসরের ফাকে ফাকে প্রায় ৩/৪ঘন্টা - লিখছিলাম আমাদের প্রিয় সোনালীর জন্য আমারই প্রকাশিত অতৃপ্ত জীবন...ভালবাসা ০১ এর পর  "অতৃপ্ত জীবন....ভালবাসা ০২" লেখা শেষ করে "প্রকাশে"এন্টার দিলে লেখাটি প্রকাশ না হয়ে খসড়াতে চলে যায়।খসড়াটি ওপেন করার পর দেখতে পেলাম  লেখার শেষ দৃশ্যের আবেগমাখা কথাগুলো নেই অথাৎ লিখেছিলাম প্রায় ২৩/২৪ শত শব্দে, মুছে যাবার পর পেলাম প্রায় ১৪০০ শব্দ।এই প্রায় ১০০০ শব্দ কোথায় গেলো বুঝতে পারছিনা।সেই লেখাগুলো আবার লিখতে গেলে হারিয়ে যাওয়া লিখুনির আবেগ নাও আসতে পারে।কারন লেখা সব সময় লেখা যায়না।একেক সময় একেক আবেগ লিখুনিতে আসে।

কে কি অবস্হায় ব্লগ লিখেন জানিনা তবে আমার ব্লগে কিংবা অনলাইনে থাকতে হলে আমার  অফিস চালু থাকতে হয় কারন আমার নিজস্ব কোন কন্পিউটার এখনও ক্রয় করিনি ।সে ক্ষেত্রে আমার লিখুনির সময় বের করে নেয়া বড়ই ডিফিকাল্ট।যত টুকু অফিস আওয়ারে সময় পাই ততটুকুই অনলাইনে থাকি।এ অবস্হায় আমার কোন লেখা মুছে যাওয়া এবং তা ফের লেখা বড়ই কষ্টকর হয়ে দাড়ায়।

এডমিনকে অনুরোধ করব একটু এদিকে নজর দিতে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ