18849663-3D-Human-in-Warning-Pose-Don-t-Do-It--Stock-Photo-man-stop-white

গত কয়েকদিন এবং আজও গ্রামীণফোন হেলপ লাইনে যোগাযোগ করেও জানতে পারিনি আমার NID এর আন্ডারে কতগুলো সিম রি রেজিষ্টেশন করা আছে ।

ওদিকে আবার টাকা দিলেই মিলছে বায়োমেট্রিকের সিম  । স্পষ্টত বোঝা যাচ্ছে এই সিম গুলো কৌশলে অন্যকারো হাতের ছাপ দিয়ে রেজিষ্টেশন করা । কোন অপরাধী এই সিম ব্যাবহার করে ক্রাইম করলে দোষ গিয়ে পড়বে আসল সিম মালিকের ঘাড়ে !!! সেটা আপনি আমি যে কেউ হতে পারেন । এটা থেকে বাঁচার একটাই উপায় সিম কোম্পানি থেকে জেনে নেয়া আপনার NID এর আন্ডারে ঠিক কতগুলি সিম রেজিষ্টেশন করা । কিন্তু দুঃখের বিষয় দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোন গ্রাহকদের কে এই সুবিধা দিচ্ছেন না ।

অথচ বাংলালিক সিম থেকে *1600# ডায়াল করলেই আপনি সহজেই তথ্যগুলো পেয়ে যাবেন ।

সমাধান
আপাতত সমাধান এখন নেই । তবে আমরা বাধ্য করতে পারি সিম কোম্পানি গুলোকে যেন তারা বায়োমেট্রিক সিম নিবন্ধন বিষয়ক সকল তথ্য আমাদের কাছে প্রকাশে স্বচ্ছতা দেখায় ।

বার বার হেলপ লাইনে এই ব্যাপারে অভিযোগ করুন ।মেজরিটি গ্রাহক এটা নিয়ে অভিযোগ করলে অবশ্যই একটা ভাল সমাধান অবশ্যই আসবে ।

ধন্যবাদ সবাইকে ।

প্রাসঙ্গিকঃ নীচের লিংক এ
বায়োমেট্রিক সিম নিবন্ধনের পরে মোবাইল ঘটিত অপরাধের পরিমান কমে গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী তারানা হালিম।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ