যারা প্রত্যেক কথায় কসম কাটে, তারা নিঃসন্দেহে প্রতারক।

যদি এমন করে থাকি, তাহলে আমি আমার মায়ের সাথে জেনা করি। যদি এটা সত্যি হয় তবে আমি আমার  সন্তানদের মরা মুখ দেখবো... এই সমস্ত কথা বলা ব্যাক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। কারণ এরা সব পারে।

ক্ষেত্রবিশেষে অতি রাগে মানুষের মুখ থেকে সত্য আসে, তেমনি অতিরিক্ত ভয়ে জীবনের সেরা মিথ্যা। এর উপর বক্তার নিয়ন্ত্রণ থাকে না।

ভাবনা যেখানে অতিক্রম করে, সেখানেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে। একজনের অতি আবেগ অন্যের জন্য  ধ্বংসের কারণ।

মানুষের নিম্নগামী মনুষ্যত্ব তাকে নরকে পোঁছে দেয়। উর্ধ্বস্তরের মস্তিষ্ক নিয়ে যায় স্বর্গে। মস্তিষ্কের অপব্যবহার  করা ঠিক নয়। নির্দিষ্ট স্তর পাড় হয়ে যাওয়ার পর স্বর্গীয় মানুষরাই শয়তানে পরিনত হয়।

একজন বেইমান, বিশ্বাসঘাতকের চোখে অপরাপর বেইমানরা নির্দোষ। তাদের কাছে উপরোক্তরা শৈল্পিক সৃষ্টির সহায়ক।

রাস্তার কুকুর কামড়ে দিলে দোষ কুকুরের নয়। মনে রাখবেন, সে আপনাকে আপনার ঘরে এসে কামড়ায়নি। আপনিই অসতর্ক মুহূর্তে রাস্তায় নেমেছিলেন।

কিছু মানুষ যতই ছ্যাঁচড়ামি/ বাটপারি করুক তার নামে কখনো কুকুর পুষবেন না। কারণ কুকুরটি একদিন ঠিকই তার স্বভাবসুলভ প্রভুভক্তি দিয়ে আপনার আদর ভালোবাসার বিনিময় দিবে। তাই আজেবাজে মানুষের নামে ডেকে কুকুরকে অসম্মান করবেন না।

ভুল করা আর মিথ্যাচার এক নয়। ভুল হলে নিজেকে সংশোধন করা যায়। কিন্তু মিথ্যাচারীরা মিথ্যাকেই জীবিকার হেতু বানিয়ে নেয়।

 

ছবি- নেট থেকে।

বিঃদ্রঃ - মন্তব্য নিষ্প্রয়োজন।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ