সাইকোলজিকাল গেইম

মুক্তা ইসলাম ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১০:২৫:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

এই দেশে যতো রকমের খেলা আছে --- ফুটবল , হা-ডু-ডু, কানামাছি ভো ভো যারে পাবি তারে ছো , তার মইধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পরিমান জনপ্রিয়তা পাইছে কোন খেলাটা জানেন? 'ইমোশন' নামের সাইকোলজিকাল খেলাটা ।

তবে এইটা একটা বৈধ নেগেটিভ খেলা । যতক্ষণ পর্যন্ত না বিপরীত পক্ষের মন ভাঙ্গতাছে ততক্ষন পর্যন্ত  এই খেলা চলতেই থাকবে ।
না এই খেলায় আলাদা কইরা কোন মাঠ লাগে না । দৃশ্য- অদৃশ্য যেকোন স্থানে হইতে পারে এই খেলাটা । এই খেলায় খেলোয়াড় কমপক্ষে দুইজন হইলেও , কোন কোন সময় খেলার শেষে হাতে তালি দেওনের দর্শক কিন্তু হাজারেরও উপরে থাকে ।আবার কোন সময় একজন দর্শকই থাকে , আর তিনি হইলেন সর্বশক্তিমান অদৃশ্য ঈশ্বর ।

যেহেতু এই খেলায় স্পেশিফিকলি কোন মাঠ নাই, তাই এই খেলা প্রকাশ্যেও খেলা যায় আবার গোপনে গোপনেও খেলা যায় ।
আমার সতর্কতা হইল যে , যেহেতু এই খেলায় গেম ওভার হয় বিপরীত পক্ষের মন ভাইঙ্গা , তাই যারা ইমোশন নামের এই সাইকোলজিকাল খেলাটা খেইলা থাকে বা খেলতে আগ্রহী , সেইসব পাক্কা খেলোয়াড়দের কুদৃষ্টির হাত থিকা নিজেরে আপনারা ১০০ গজ আর পারলে ১০,০০০ হাজার গজ দূরে রাখবেন ।

আমি কিন্তু প্রথমেই বলছি এইটা একটা বৈধ নেগেটিভ খেলা ,  So be careful .......

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ