সাংসারিক আলাপন।

মনিরুজ্জামান অনিক ৪ মার্চ ২০২২, শুক্রবার, ০২:৫৫:২৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

রক্ত পুড়িয়ে রান্না করতে শেখো,

তেলের চেয়ে রক্তের দাম কম আপাতত।

হা হা হা!

হাসছো কেনো?

ভাবছো রক্ত পুড়ালে দম উড়ে যাবে?

যাক না তবে!

তাতে কার কি যায় আসে,

বাঁচতে তো হবে।

গিন্নি, তুমি কি নিশ্চত করে বলতে পারবে!

রাস্তায় বেরোলে ঠিকঠাক ঘরে ফিরতে পারবো

প্রাণ নামক বস্তুটি পকেটে পুরে,

গিন্নি, চোখ নামিয়ে ফেলে, শুধু মুচকি হাসি টেনে

বলে, এসব সমাজচিন্তা আমার না।

 

গিন্নি সবই জানে-

কতটুকু ঘাম পুড়ালে এক লিটার সয়াবিন জুটে কপালে,

কতকেজি লজ্জা বেঁচে দিলে আধপেটা আহার জুটবে। এইসব গাণিতিক সূত্রাবলী তার মুখস্ত।

তবুও সে মুখ বুঁজে থাকে, বাঁচতে হবে তো!

 

 

স্বাধীনদেশে এভাবে তিলেতিলে মরতে পারাটাই হলো

আদর্শ দেশপ্রেম।

রক্ত বেঁচে দিয়ে তেল কিনতে পারবো না,

এ কেমন করে হয়!

আমি দেশপ্রেমিক, লাল সবুজ মানেই

আমার নিজের পরিচয়।

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ