সাঁ দা মা ঠ

সঞ্জয় মালাকার ২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ০১:৪১:২৫পূর্বাহ্ন এদেশ ১২ মন্তব্য

সাঁ দা মা ঠ...এদেশ আমার খুব প্রিয়,আমার জন্মভূমি -আমার অহংকার।

সত্য সেদিন গিয়েছিলাম তোমাদের ঐ পাড়া গাঁয়ে
তোমাদের গাঁয়ের আনন্দ কুঁড়াতে!
সেদিন গ্রাম ছেড়ে পালিয়েছিলা ভাই
আলোর শহরে,
শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য বাবুর পোশাকে!
তবু শহর আমায় দেয়নি স্হান,তাড়িয়ে দিলো গ্রামে
হবনা আর শহর মতি গ্রামের মায়া ছেড়ে।
--------------------------------------------------------------------------
শহরের ঐ চার দেয়ালে
মানায় নিতো মরে,
শিক্ষা পেয়েও পাইনি স্হান
কাজ হলো যে গ্রামে।
সেদিন মা বলেছেন বাবা বলেছেন
শুনিনি তো বারণ,
গ্রাম ছেড়ে ওই শহর পথে
দিয়ে'ই ছিলাম চরণ।
দাদা বলেন যাসনে ও ভাই
শহর অনেক দূরে,
তোরে ছাড়া বিকেলবেলা
জমবে নাতো কাজে!
দিদি বলেন শহরে কি আছে
গ্রামেই থেকে যা,
বাবা মায়ের স্নেহ পাবে
প্রকৃতির রূপ দেখতে পাবি?
আমি বলি না না চাকুরী চিত্ব জীবন-হবে
শহর দালান ভিটা!
সেদিন শুনিনি তো বারণ
শিক্ষা দীক্ষা পেয়েও আজ
গ্রামে'ই কর্ম জীবন!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ