সময়ের সাথে বেঁধেছি ঘর

মনির হোসেন মমি ২০ মে ২০১৯, সোমবার, ১০:৩১:৩৮অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

সময়ের সাথে বেধেঁছি ঘর
সময়’ই বলে দেবে
কে আপণ কে বা পর।

এখন তোমার দারুণ সময়
মনে বইছে তোমার অসংখ্য ভ্রমর,
এক দিন আমিও ছিলাম
ভাবিনিকো কখনো তোমায় পর।

মনে মনে মিল না হলে
হয়নাগো কখনো ভাব,
তবুও আমি ভাসিয়া ছিলাম ভেলা
নিঃস্ব হয়ে দিন শেষে বুঝলাম;
সবিই তোমার ছলাকলা।

তুমি ভেবে ছিলে তুমিই জিদবে
আমাকে বিরহের আগুনে পোড়াবে
তুমি ঠিকই জিতে গেলে,
ভালবাসাকে পদদলিত করে।

সময়ের সাথে বেধেছিঁ ঘর
সময়ই বলে দিবে
কে আপণ কে বা পর।

কত কথা কত আশা
কত’ই না দিলে রঙিন নেশা,
হাতের তলে রাখলে হাত
হঠাৎ বললে তুমি কার সাথ।

বুঝি আমি সব চিনি
নারী তুমি বহু রূপী!
তোমার অন্তর খবরও জানে না বিধাতা,
আমি আদম বুঝবো কি তোমার,
মনের সাথে সাপ-লুডু খেলা।

সময়ের সাথে বেধেছি ঘর
সময়’ই বলে দিবে,
কে আপণ কে বা পর।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ