সম্পর্ক

নাজমুল হুদা ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৬:১০:৪৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
আমরা স্মৃতিচারণ করি
আমাদের পূর্বপুরুষদের কারো স্মৃতি নয়
এমন কোনো স্মৃতি যেটা আমার তোমার
ধরো---
স্মৃতির কলাপাতায় খামখেয়ালি
পুতুলের পিঠে দেখা যে কালো দাগটা
তাঁর- প্রয়োজনীয়তা উন্মুক্ত করি গবেষণায়।
.
নাকফুলটা সরে গেছে, দেখতে পাও!
অমৃসণ হাতের প্রলেপে রেগে যাচ্ছে সে
তাঁর- আস্তরণ খসে পড়ে শাড়ির গন্ধ মেখে।
.
আমরা আর কারো স্মৃতিচারণ করবো না
আমরা পূর্বপুরুষের স্মৃতিচারণে ভয় পাই
না জানি কখন অবকাঠামোর বিনাশ ঘটে।
বলো! এবার মানুষ জানুক--
তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ