সমবেদনা

দালান জাহান ১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:২৮:৫৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
  •  

    কতোটা কষ্ট পেলে একটি মানুষ
    পরিপূর্ণ পাথর হয়ে যায়
    কতোটা যাতনায় একটা মানুষ
    আলাদা হয় ঘর থেকে জীবন থেকে
    ঠিক কতোবার মরার পর একটি মানুষ
    চিরতরে ভুলে যায় মৃত্যুর নাম
    কখন হৃদয় পেতে দু'টো আঁখি
    দিগন্তে তোলে করুণ আর্তনাদ
    কখন তার কপাল চিঁড়ে বেরিয়ে যায়
    ভালোবাসার কালো ফুসফুস।

    কতোটা নিরাশায় একটি হৃদয়
    আহাম্মকের মতো ভুলে যায়
    শাড়ির নিচে ঘুমানো মাংস ও মদ
    কখন মাঠের কোণে বাঁধা বিদ্রোহী ষাঁড়
    শিং উঁচিয়ে ছিদ্র করে
    পাপে পূর্ণ পৃথিবী পাঁজর পাকস্থলী।

    কতোটা বেদনায় একটি পাখি
    দুঃখের বৃষ্টিতে হেঁটে যায় পথ
    অনঙ্গ-অন্ধকারে বাড়ে আনাগোনা
    যেখানে অশ্রু আনে অন্যায় আদর
    চেনা অচেনা হয় অচেনা হয় চেনা
    নিরাশ্রিত গারদের চোখগুলোর মতো
    সবাই সবাইকে জানে
    অথচ থাকে না কারও জন্য কারও সমবেদনা।

    দালান জাহান
    ১২.৯.১৯
    সখিপুর।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ