সপ্ন কন্যাকে পাবো যেদিন

মোহাম্মদ দিদার ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫৮:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

দিন ক্ষন কিছুই পরেনা মনে।
সেই কবে,
কবে থেকেই মনে মনে নিরবে নিভৃতে হৃদয়ের গভীরে ঠাই দিয়েছি সেই সপ্ন কন্যাকে।

ক্ষনে ক্ষনে তার ঐশ্বর্য পূর্ণ রুপের পূজায় নিমজ্জিত হয়ে আমি হয়ে পরি ব্যাকুল। নেশা নেশা লাগা চোখ তুলে আকুল আবেদন জড়ানো কন্ঠে, ফিসফিসিয়ে বলে উঠি ভালোবাসি , ভালোবাসি।

এ আমার নির্ঘাত বোকামী ছাড়া আর কিছুই না, সে ফিরিয়ে দেবে যেনেও, তাহার পানে চেয়েথাকা, অক্লান্ত চেষ্টা করা পরতে তাহার চোখের ভাষা। তাহার কাজল কালো আখিতে নিজেকে বিলিন করে দেওয়া। মিছে, তাহার ঠোটের স্পর্শে চোখ বন্ধ করে হারিয়ে যাওয়া সপ্নের শহরে।

তভুও আমি, জেনে বুঝে সজ্ঞানে ই করি এমন সব বোকামী।
ভাবি, আমার হৃদয়ে যেমন চায়, কারো ভালোবাসা পেতে। করো স্পর্শে নিজেকে শিহরিত করতে।কেউ আমার জন্য সুদীর্ঘ সময় অপেক্ষা করুক। আমার শতো অবোহেলাকে উপেক্ষা করে ও কেউ নির্লজ্জের মতো এসে বলুক ভালোবাসি।

অসুখটা তো তার মনেও হতে পারে! সেও চাইতে পারে, আমি যেমন টা চাই। এমন সব ভাবনা ভাবতেই আমি নিজেকে হারাই তাহার মাঝে।তাইতো খুব, খুব বেশী ভালো লাগে আমার ওমন সব ইচ্ছেকৃত বেকামী করতে।

ঠিক এভাবেই বুঝিয়ে বলবো একদিন,
সপ্ন কন্যাকে পাবো যেদিন।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ