সতী সাবিত্রী

সঞ্জয় মালাকার ২১ মার্চ ২০২০, শনিবার, ০৫:১৯:১৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

সতী সাবিত্রী,  

ওরে সতী সাবিত্রী......
তুমি এমন সম্পর্ক করনা....
যে সম্পর্ক ভয়েআনবে,
তোমার সাধা সিদা জীবনে কলঙ্ক?

দিন দুপুরে ঝুপের ধারে
আঁচল টানে শরীর খেলে,
প্রেম তো শুধু মুখে বলে....
মানে টা তার রূপে যৌবনে!

ফুসিয়ে ফাসিয়ে মিষ্টি কথায়
মেলায় নিয়ে চুরি কাজল কেনায়,
সুযোগ পেয়ে বাসায় ডাকে
হাত ধরে হাসির ছলে,
কেউ নেই তাই একটু আকটু
ফাঁকা বাসায় নেবে মধু।

প্রেম তো ওই কথায় সাঁঝে
স্বার্থ নিয়ে পাশে বসে
করবে বিয়ে আশায় ভুলায়...
যৌবনের স্বাদ মিটিয়ে পালায়।

ছবি সোনেলা ব্লগ থেকে শোয়ার।   

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ