সঞ্চরণ

সৌবর্ণ বাঁধন ৩১ জুলাই ২০২২, রবিবার, ১২:৫৪:৪২পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

গহীন অরণ্য ছুঁয়েছে ম্যাগনোলিয়া নিভৃতে,
নিশুতি বর্ষার জলে দিয়েছে আলতার ছাপ!
রুপালি আলোয় কচি পাতাদের উচ্ছ্বাস,
কাঁচপোকা জোছনায় মিলেমিশে হলো খাক!
শরতের শস্যক্ষেতে এসে আহ্লাদী শিশির,
আমাদেরো ডুবিয়ে দিল ময়ুরাক্ষীর জলে,
এখন পূর্ণিমা রাতে সেলেনের প্রেম খুব স্থির!
শেষ নদী মিসিসিপি ছুঁয়ে এলো প্রমত্ত পদ্মায়,
জলের স্পন্দন শুনে অপেক্ষায় বৃদ্ধ পাকুড়,
শুষে নিচ্ছে বুকে তার উত্তপ্ত রৌদ্রঝড়,
নেমে এসো তুমি এই কাঙ্ক্ষিত উষ্ণ ছায়ায়,
বেঁচে থাকি ছত্রাকে শৈবালে,
বেঁচে থাকি জমে যাওয়া সাইবেরিয়ার জলে,
আলিঙ্গনে সাইকাসের গভীরতম শিকড়ে,
বেঁচে থাকি দুজন নীহারিকার ক্ষুব্ধ আত্মায়,
এক লৌকিক বন্দরে; তবু আলোকবর্ষ দূরে!

সঞ্চিত নিস্তরঙ্গতা ভেঙ্গে নেমেছে বড় বান,
শুনি গর্জন অন্ধকারে উন্মত্ত চিতার মতোন,
ভাসছে দ্রুত এনডাইমিয়ন নিয়ে মেষপাল!
সন্ধ্যার পাখি উড়ে জ্যোতিষ্ক হবে,
কুমড়োর কচিপাতা তাই নাচে অবুঝ বাতাসে!
অন্ধকারে মিশে থাকে যেমন শ্বেতগন্ধী কাশ,
তুমি আমি বেঁচে আছি হয়ত সেভাবে,
বালুচরে জলকণা বাষ্পীভূত তপ্ত নিঃশ্বাসে!
তবু তুমি দুরন্ত স্রোত; উন্মনা এক তরঙ্গিনী,
মহাযুদ্ধের যোদ্ধা বনে গেলো পরিযায়ী পাখি,
কল্লোলিত হাওরে বাওরে,
তবু স্পষ্টত দূরবীনে তোমাকেই খুঁজে পায়নি,
সুনসান রাতে সরীসৃপের মত লাগাতার ঘটে
শংখচূড়ের নাচ; এই হৃদয়ের ছটফট,  
তুমি বৃহস্পতির বুকে রুবি স্টোনের তীব্র ঝড়
দ্য গ্রেট রেড স্পট!

আকাশে এখনো উড়ছে কিছু অস্পষ্ট বিমান,
এয়ারপোর্টে কাঁচে উঁকি দেয় ক্লান্ত ফুলদানি,
মেয়ে তুমি জমিয়ে রেখোনা আর অভিমান!
বিন্দু বিন্দু ঘাসে কড়া লিকারের গাঢ় স্বাদ,
সামান্য লেমোনেডে দ্রবীভূত হোক না হৃদয়,
বন্দরে শঙ্খ বাজে; দিগন্তে লীন হচ্ছে জাহাজ,
ক্রমশ অস্বচ্ছ হয় দূরবীনে দেখা লেন্স,
মানবীর প্রেম মহাসাগরের চোখে আজো,
হয়ে আছে এক দুর্বোধ্য সাসপেন্স!

ছবি ক্রেডিট@ নিজস্ব

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ