শ্রমিক

সিকদার সাদ রহমান ৪ মে ২০১৯, শনিবার, ০২:০২:২৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

♥#শ্রমিক ♥

কোন এক চৈত্রের খা খা রোদ্দুরে
আমি ঘর্মাক্ত শ্রমিক।
মাথায় এক পরিবার বোঝা
আর ক্লান্ত হওয়া সময়
কপাল থেকে ঘাম টেনে
নামিয়ে ফেলি দু আংগুলে।
দম ফালানের সময় নেই
রোদ বৃষ্টি ঝড় কিংবা কোন ভুলে।

খরতাপে সামান্য বিশ্রামের আশে
কখনো রমনায় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে
সবুজ ঘাসের উপরে এলিয়ে দেই দেহ।
আমরা শ্রমিক, ইতর জাতি
আমাদের আপনা বলে নাই কেহ।

বেলা শেষের কাব্যে
আমার গল্পের হয় না কোন ঠাঁই
ক্লান্ত দেহে গামছা নিয়ে
ঘাম মুছে পুনশ্চঃ ঘরে ফিরে যাই।

#সিকদার_সাদ_রহমান
০৪-০৫-২০১৯

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ