শ্রদ্ধা নিবেদন

শুভ মালাকার ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০১:২১:৩৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

শ্রদ্ধা নিবেদন
===============================
এখনো যার জন্মিছে ধরায়-
স্বাধীনতা জন্মেই তারা চায়।
মোদের পিতারাও চেয়েছিল তা-
তাই মোরা পেয়েছি স্বাধীনতা।

কত মাতা পুত্র হারা, কত বোন ভাই হারা-
হয়েছিল সেই সংকটময় ক্ষনে।
স্বাধীনতার বাহক তারা, স্বাধীনতার ধারক তারা-
স্বাধীনতা পাওয়াও কেবল তাদের গুণে।

আজ এই ডিসেম্বরের ষোল-য়-
স্বাধীন ভাবে নাচ্ছি, খেলছি, গাইছি গান।
শত আনন্দের মাঝেও তাদের মনে হয়-
স্বাধীন করিতে মোদের, দিল যারা প্রাণ।

একাত্তরের এই দিনে শত্রু নিধন করে-
মুক্ত মনে জীবন-বিলিয়ে স্বাধীন করল যারা।
মোদের করে গেল ঋণী রক্তদান করে-
কি-ই বা দিব ওদের, ভালবেসে ফুল ছাড়া।

আজিকের শুরু হয় তাদের স্বরন করে-
দুঃখ হয় মোরা হতে পারিনি মুক্তি যোদ্ধা।
তাই করছি মিছিল, গাইছি গান, পথের প্রান্তরে-
তাদের নিয়ে, আর করছি নিবেদন অন্তরের শ্রদ্ধা।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ