শেষ প্রেম

অন্বেষা চৌধুরী ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:০২:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

আমি জানি না কারো প্রথম প্রেম হওয়ার অনুভূতি কেমন?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা ভালোবাসে?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা  যত্নে রাখে?
আমি জানি না কেউ তার প্রথম প্রেমকে কতোটা আগলে রাখে?
আমি জানি না যারা প্রথম প্রেম হয়ে আসে কারো জীবনে তারা কতোটা স্পেশাল হয়?

দখিন বারান্দার রেলিং এ হাত রেখে খোলা আকাশের দিকে তাকিয়ে বিড় বিড় করে কথা গুলো বলছিলো অন্বেষা।
অন্বেষা কারো প্রথম প্রেম হতে পারেনি। আর কারো প্রথম প্রেম হতে না পারার আক্ষেপটা ছিলো  বরাবরই।

হঠাৎ একদিন সমস্ত আক্ষেপের অবসান ঘটিয়ে দিয়ে সৈকত এলো অন্বেষার জীবনে। নাহ্ অন্বেষা সৈকতেরও প্রথম প্রেম হতে পারেনি। তবুও সে বেশ খুশী সৈকতকে পেয়ে , সৈকতের প্রেম পেয়ে।
সৈকত যখন অন্বেষাকে বলেছিলো 'তুমিই আমার শেষ প্রেম। তোমার পরে আর কেউ আসবে না আমার জীবনে। কথা দিলাম।'
সেদিন থেকেই অন্বেষা নতুন করে বাঁচতে শুরু করেছে। অন্বেষা খুব খুব খুশি। কারো প্রথম না হোক শেষ প্রেম হয়েছে। কারো শেষ প্রেম হওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু অন্বেষার কী এতো ভাগ্য ভালো? সৈকতের জীবনে সত্যিই কী আর কেউ আসবে না? এই একটা জীবন কী সৈকত  অন্বেষাকে ভালোবেসে কাটিয়ে দিতে পারবে?

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ