শীতের কাব্য

ইসিয়াক ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০১:৪৮:১১অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

নতুন প্রানের বার্তা নিয়ে এলো হিম কুয়াশার ঘোর
আঁধো আলো ছায়া ,শুনশান দিক, শিশির সিক্ত ভোর ।
ভোর বিহানে আযানের ধ্বনি ছড়িয়ে প্রভাত আসে ,
বড় মায়ময় সেই সে লগন মোহময় চারপাশে ।

নামায শেষে গাছিরা ফেরে ,টাটকা খেজুর রস ,
উঠলে ওঠে হাসি ফোটে , হাসে রসের কলস !
ছোট ছোট স্বপ্নগুলো সব প্রাণ পায় প্রতিদিন,
শত দুঃখেরও কৃষকের হাসিটি থাকে সদা অমলিন ।

সরিষা ফুলের ছোট ছোট মুখ হেসে হেসে কথা কয়,
নব রবি কিরনে আলোর চিহ্ন ধীরে ধীরে দেখা যায় ।
ঝরা শিউলি খুটে তুলে খোকা, খুকু গাঁথে ফুলের মালা ।
মুখরিত হয়ে ওঠে সুর তোলে গ্রাম্য পাঠশালা ।

আগুনের আঁচে জড়াজড়ি করে শিশু করে কলরব,
কিচির মিচির ডেকে চলে কোথা কে জানে দুষ্ট পাখী সব ।
জলরঙে আঁকে শিশির বিন্দু, ঘাসের উপর জলছবি ,
কাঁপা কাঁপা হাতে লিখে চলে কাব্য ,প্রকৃতি নামক কবি ।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ