শাড়ি

শিরিন হক ২১ জুন ২০১৯, শুক্রবার, ১১:৩১:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

মেয়ে হয়ে জন্ম
শাড়ি পড়ব না তাই কী হয়।
বোনের ওড়না পেচিয় সেই শাড়ি পড়া শুরু।
ছোটবেলায় পুতুলের বিয়ে দিতে নিজেকে মা বাবানোর কত্ত শত শখ।
শাড়ি পেচিয়ে হোচট খেতে খেতে শিখেছি শাড়ি পড়া।
সবার কত্ত কথা কেউ বলে পাকনা বুড়ি কেউ বলে বউ, বাবা আমার বলতো শুধু মা।
মায়ের জন্য যত কাপড় কিনে আনতো,
প্রথম কাপড়ের ভাঁজ ভাঙতাম আমি।
ম্যাচিং টিপ, চুড়ি, কাজল সাজের সেকি বাহার।
শাড়ি হলো প্রিয় সেই কবে থেকে মনে নেই।
বিভিন্ন প্রগ্রাম আসলেই পরিচিত জনদের শাড়ি
নিয়ে আসতাম। নিজেকে বড়ো সাজাতে চেয়েছি শাড়ির আঁচলে ঢেকে।
তারপর লাল বেনারসি।
আহ্ কত শ্বপ্নের সেই কাঙ্খিত শাড়ি একবার পরার পর আর হয়নি পড়া।
মাঝে মাঝে বের করে শুধু স্মৃতিচারন করা।
এখন আর শাড়ি পড়া হয়না কোনো অকেশন ছাড়া।
আলমারির ভেতরে বন্দী আমার শখেরা।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ