শরৎ রানী

হালিমা আক্তার ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০১:১২:৫৮পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

শ্রাবণের বিদায়ের বিরহী সুরে
এসেছে শরৎ রানী,
কবির  ভাবনায়  কাব্য লেখা
হবে কিনা কে জানি।
প্রকৃতির রূপে মোহিত আজি
হৃদয়ে বাজে বিনা,
রোদ-বৃষ্টির লুকোচুরিতে
ধূসর শাড়ি মেঘ পরেছে,
নেই ডাকাডাকি,
বজ্রের চোখরাঙানি।
বাতাসে দোলে, শুভ্রতার ছোঁয়া
নদীর তীরে কাশফুল ভরা,
ঘোমটা টানা লাজ বধু
আঁচলে বাঁধি ভোরের শিউলি
হেলেদুলে তার রূপের পরশ
বুলায় অঙ্গে মাখি।
রাতের আকাশে তারার সাথে
চাঁদের মিতালী,
জোনাকিরা হেসে কুটি কুটি
এসো আজ তবে মুঠো মুঠো
সুখ বিলাই , শরতের প্রভাতে।

ছবি- নেট থেকে সংগ্রহ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ